আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবররাজনৈতিক দলের খবর।স্মরনসভা

চাঁদপাড়ায় প্রয়াত সিপিআই (এম-এল) লিবারেশন পার্টির বরিষ্ঠ সংগঠক দীনবন্ধু দাসের স্মরণ সভা”

নীরেশ ভৌমিক : গত ২৬ অক্টোবর ২০২৫ প্রয়াত হয়েছিলেন উত্তর ২৪ পরগণার চাঁদপাড়ার দীর্ঘদিনের পার্টির সংগঠক ও কর্মী দীনবন্ধু দাস। গত ৩০ নভেম্বর ২০২৫ চাঁদপাড়া পার্টি অফিসে সর্বস্তরের পার্টিকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে তার স্মরণসভা অনুষ্ঠিত হলো। এই সভায় পার্টির চারটি শাখা সংগঠনের পক্ষ থেকে কমরেডরগণ ও ১০ জন মহিলাকর্মী উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করেন— উত্তর ২৪ পরগণা পার্টির জেলা সম্পাদক সুব্রত সেনগুপ্ত, বরিষ্ঠ পার্টিকর্মী নির্মল ষোষ, জেলা সংগঠক তন্ময় নন্দী (তিনুদা) সংগঠক অজয় বসাক, মহিলা নেত্রী জয়শ্রী দাস, গাইঘাটা লোকাল কমিটির সম্পাদক কমল কর্মকার, জেলা সংগঠক সঞ্জীব চক্রবর্তী, সংগঠক অমরেশ বিশ্বাস (বাচ্চু)। উপস্থিত ছিলেন ও স্মৃতিচারণ করেন সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, সাংস্কৃতিককর্মী দীপক মিত্র, সুশান্ত বিশ্বাস।

জেলা সম্পাদক তার স্মৃতিচারণে বলেন দীনুদা শুধু একজন সাধারণ পার্টিকর্মী বা সংগঠক ছিলেন না। তিনি ছিলেন পার্টি গোপন অবস্থায় থাকাকালীন গোপন ও অসুস্থ পার্টিকর্মীদের আশ্রয়দাতা। তার সমাজসেবামূলক কাজের জন্য তিনি ছিলেন চাঁদপাড়া এলাকার বহু সাধারণ মানুষের ভরসাভাজন। কমবয়সে নিজের সহধর্মিণী প্রয়াতা হলেও একমাত্র শিশুপুত্রের লালন করার সাথে সর্বক্ষণ পার্টির সংগঠক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন।

অন্যান্য বক্তাগণ দীনুদার পার্টির কাজে দায়বদ্ধতাকে আজকের পার্টিকর্মীদের অনুসরণযোগ্য বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গে বক্তাগণ বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি ও জনবিরোধী কাজের এবং কেন্দ্রে ক্ষমতাসীন ধর্মীয় ফ্যাসিবাদী, মানুষের মধ্যে ঘৃণা ও বিভাজনকারী তথা গরীব মানুষের কর্মের অধিকার খর্বকারী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।

দীনবন্ধু দাসের স্মরণসভায় গণসঙ্গীত পরিবেশন করেন পার্টিকর্মী ও সাংস্কৃতিক সংগঠক তথা গণগায়ক অনুপ মজুমদার (বাবুনি)। সমগ্র স্মরণসভাটি সঞ্চালনা করেন ও দীনবন্ধু দাস-এর জীবন এবং পার্টিকাজ নিয়ে অনুভবী বক্তব্য রাখেন পার্টির সর্বক্ষণের কর্মী রাজ্যের বরিষ্ঠ কৃষকনেতা কমরেড কৃষ্ণ প্রামাণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *