আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরধর্মীয় খবর।সন্মেলন

চাঁদপাড়ায় মতুয়া সম্মেলনে বহু ভক্ত সমাগম

নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঢাকুরিয়ায় বিগত বছর গুলির মতো এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হল মতুয়া সম্মেলন ও উৎসব। চাঁদপাড়া স্টেশন সংলগ্ন ১ নং রেল কলোনী মতুয়া ভক্তবৃন্দের উদ্যোগে গত ২১- ২৩ এপ্রিল শুভ অধিবাসের মধ্য দিয়ে দু’দিনব্যাপী আয়োজিত মতুয়া সম্মেলনের সূচনা হয়।

সম্মেলনে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও মতুয়া ভক্তবৃন্দ সমবেত হন। চলে নাম গান ও ধর্মীয় আলোচনা সভা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবন, কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস।

অন্যতম সংগঠক ও মতুয়া ভক্ত দেবপ্রসাদ বালা ও জয়দেব বর্ধন জানান, মতুয়া সম্মেলনের উদ্যোক্তা ও সমবেত মতুয়া ভক্তদের শুভেচ্ছা জানাতে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি,

জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস প্রমুখ বিশিষ্টজন। উদ্যোক্তারা আগত বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানান এবং বরণ করে নেন।

সম্মেলনের শেষ দিনে সকাল থেকে মতুয়া মন্দিরে পুজোপাঠ ও ধর্ম মূলক সংগীতানুষ্ঠান শেষে সকলে আবির ও কাঁদা খেলায় মেতে ওঠেন। পরিশেষে সকলে মধ্যাহ্নভোজনে মিলিত হন।

বহু বিশিষ্টজন ও অগণিত ভক্ত সমাগমে চাঁদপাড়া ঢাকুরিয়া মতুয়া ভক্তবৃন্দ আয়োজিত মতুয়া সম্মেলন ২০২৫ সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *