জেলার খবরধর্মীয় খবর।

চাঁদপাড়ায় রেল হকার্স ইউনিয়নের বিশ্বকর্মা আরাধনা ও ট্রেন পুজো

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও মহাসমারোহে বিশ্বকর্মা পুজো এবং সেই সঙ্গে ট্রেন পুজোর আয়োজন করে আইএনটিটিইউসি রেল হকার্স ইউনিয়নের চাঁদপাড়া শাখার সদস্য’গণ। গত ১৮ সেপ্টেম্বর সকালেই সংগঠনের সদস্য হকার’গণ ট্রেন পূজার সমস্ত আয়োজন করে প্লাটফর্মে চলে আসেন, সঙ্গে তাদের অনেকের পরিবারের সদস্যগণ ও ট্রেন পুজোয় অংশ নিতে প্লাটফর্মে ভিড় জমান।

সাথে পুজোর সরঞ্জাম, পুরোহিত ও মহিলা ডাকিদের ডাক বাদন ট্রেন পুজোকে আকর্ষণীয় করে তোলে। সংগঠনের সভাপতি নিরাপদ দাস ও সম্পাদক আশুতোষ বালার উদ্যোগে আয়োজিত ট্রেন পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির গাইঘাটা ব্লক ২ এর সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা সমীর হাজরা।

সকাল ১০:১৭ মিনিটের আপ বনগাঁ লোকাল সাড়ে ১০ টা নাগাদ চাঁদপাড়া স্টেশনের ২ নং প্লাটফর্মে এসে পৌঁছালে হকার্স ইউনিয়নের সদস্যগণ গার্ডের কামরার পেছনে বিশ্বকর্মার ছবি লাগিয়ে কলাগাছ, সংগঠনের পতাকা, ঘুড়ি ও ফুল-মালায় ট্রেন সাজান। সাজানো হলে মহিলা ঢাকীদের ঢাকের বাজনা, সদস্যদের সমবেত কন্ঠে বিশ্বকর্মা ঠাকুরের জয়ধ্বনির মধ্যে নারকেল ফাটিয়ে পূজোর সূচনা করেন ইউনিয়নের ব্লক সভাপতি সমীর হাজরা। পুরোহিত অল্প সময়ের মধ্যে পূজো সারেন।

পুজো শেষ হতেই ট্রেন বনগাঁ অভিমুখে যাত্রা করে। দুটি প্ল্যাটফর্মেই দাঁড়ানো বহু মানুষ আগ্রহ ও উৎসাহের সাথে পুজো ও অনুষ্ঠান দর্শন করেন। পুজো শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান সংগঠনের সদস্যরা। ট্রেন পুজো শেষে স্টেশন সংলগ্ন সংগঠনের কার্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত পুজো মণ্ডপে বিশ্বকর্মা পুজো সম্পন্ন হয়। সম্পাদক শ্রী বালা জানান, মঙ্গলবার পুজো মণ্ডপে বাউল সংগীতানুষ্ঠান ও বুধবার নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে। আয়োজিত পুজো ও অনুষ্ঠানকে ঘিরে সকল সদস্যদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *