আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরবিনোদনসর্ম্বধনা

চাঁদপাড়ায় শিক্ষা কর্মী অমিতাভ দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : ৪২ বৎসরের সুদীর্ঘ কর্মজীবন শেষে গত ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেন চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সহায়ক অমিতাভ দাস।

এদিন তাঁর দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ অশ্রু সজল নেত্রে ও নানা উপহারে তাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষা সহায়ক অমিতাভ বাবুকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন।

এদিন মধ্যাহ্নে বিদ্যালয়ের হলঘরে প্রধান শিক্ষক রবিউল ইসলামের পৌরহিত্যে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি শান্তিপদ বিশ্বাস, সদস্য পলাশ বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস, প্রাক্তন শিক্ষক

মানিকলাল মুখার্জী, অরুণ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতী রায়, ছিলেন বিদায়ী শিক্ষাকর্মী অমিতাভ বাবুর জ্যেষ্ঠ ভ্রাতা গোপাল দাস, সহধর্মিনী ইন্দ্রানী দাস ও কন্যা প্রিয়া ও নাতনি সৃজা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা’গণ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্ঠে কবিগুরুর ‘এই মনিহার আমার নাহি সাজে’ সংগীতের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান শিক্ষক রবিউল বাবু বিদায়ী শিক্ষা সহায়ক অমিতাভ বাবুর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মানিক মুখার্জী সহঃ প্রধান শিক্ষক গৌতম সাহা, সভাপতি শান্তি পদ বিশ্বাস, শিক্ষাব্রতী মিনতি রায় এবং দাদা গোপালবাবু বিদ্যালয় অন্ত প্রাণ অমিতাভ বাবুর কর্মজীবনের নানা ঘটনা তুলে ধরেন

এবং সেই সঙ্গে তার অবসর জীবনের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করেন এবং বিদ্যালয়কে চিরদিন স্মরণ করার আহ্বান জানান। উপস্থিত বিদ্যালয়ের পড়ুয়া’গণ শ্রী দাসের হাতে নানা উপহার তুলে দিয়ে শ্রদ্ধা জানান।

জানা যায়, অমিতাভ বাবুর পিতা বিদ্যালয় এর কর্মী, রামপদাসের কর্মরত অবস্থায় মৃত্যুর পর ১৯৮৩ সাল থেকে অমিতাভবাবু এই বিদ্যালয়ে কর্মে যুক্ত হন। বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত বিশ্বাসের পরিচালনায় অমিতাভবাবুর এদিনের বিদায় অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *