জেলার খবরবিনোদন

চাঁদপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত সুর ও ছন্দের বার্ষিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১৩ ও ১৪ জানুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হয় চাঁদপাড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ মিউজিক একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।

গত ১৩ জানুয়ারি সকালে ছেকাটি বিবেকানন্দ ক্লাব অঙ্গনে পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত উৎসবের সূচনা করেন বিশিষ্ট কবি লালমোহন বিশ্বাস, ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশিস কান্তি হীরা একাডেমীর কর্ণধার বিশিষ্ট অধ্যাপক প্রভাস মন্ডল উপস্থিত সকল বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক উৎসবে উল্লেখযোগ্য অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্যে ছিল অংকন, ছড়ার গান, রবীন্দ্র সঙ্গীত, সারেগামাপা সংগীত এবং শ্রীখোল প্রতিযোগিতা।একাডেমীর শিক্ষার্থীদের কন্ঠে সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সুমন গোলদারের সানাই, ডঃ শান্তনু তেওয়ারী ও ডঃ বাপ্পা দত্তের সংগীতের কর্মশালা ও মিউজিক থেরাপী, সারেগামাপা খ্যাত শিল্পী নুর আলম ফকিরের সঙ্গীতানুষ্ঠান। ছিল প্রদীপ সরকারের ম্যাজিক শো ‘অলৌকিক নয় বিজ্ঞান’।

সুপ্রভাত মল্লিক ও রমা সমাদ্দারের শ্রুতি নাটক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মিলন কর্মকারের নির্দেশনায় একাডেমীর কুশীলব’গণ পরিবেশিত মজার নাটক ‘দাড়ি বিভ্রাট’ সকল সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। সুর ও ছন্দ আয়োজিত এবারের লালন ফকির সম্মাননা প্রদান করা হয়, পশ্চিম মেদিনীপুরের ভট্টর কলেজের অধ্যাপক ডঃ শান্তনু তেওয়ারি ও

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ বিজয় আচর্যকে। সুরছন্দের প্রাণপুরুষ প্রভাস মন্ডল পুরস্কার প্রাপক অধ্যাপক দ্বয়ের হাতে লালন সম্মান তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। সবকিছু মিলিয়ে নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় সুর ও ছন্দের পঞ্চম বার্ষিক অনুষ্ঠান সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *