চাঁদপাড়ায় সানাপাড়া আলোচনা চক্রের বর্ষবরণ উৎসব

নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও পয়লা বৈশাখের প্রভাতে পতাকা উত্তোলন মঙ্গলদীপ প্রোজ্জ্বলন এবং সংস্থার সদস্য-সদস্যা ও এলাকাবাসীর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় চাঁদপাড়ার সানাপাড়া আলোচনা চক্র আয়োজিত ৫৯ তম বার্ষিক বর্ষবরণ উৎসব ১৪৩২।

এদিন সকালেই ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার সূচনা হয়। তিন দিনব্যাপী আয়োজিত অন্যান্য প্রতিযোগিতার মধ্যে ছিল ছড়ার গান, আধুনিক ও রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, ছিল একক ও দলগত নৃত্য এবং যোগাসন প্রতিযোগিতা।

আকর্ষণীয় একাঙ নাটক প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ৬ টি নাট্য দল অংশগ্রহণ করে। শেষ দিনের সন্ধ্যায় এলাকার বহু বিশিষ্টজনের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার প্রদান শেষে বহিরাগত শিল্পী সমন্বয়ে পরিবেশিত সংগীতানুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

নানা অনুষ্ঠান, প্রতিযোগিতা ও এলাকার অগণিত সংস্কৃতি প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সানাপাড়া আলোচনা চক্রের ৫৯ তম বর্ষবরণ উৎসব বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।









