আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউদ্বোধনকৃষিজেলার খবরসন্মেলন

চাঁদপাড়ায় স্টেট ব‍্যাঙ্কের উত্থান কৃষিমেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলির পাশে ভারতীয় স্টেট ব্যাংক (SBI)

নীরেশ ভৌমিক : ভারতীয় স্টেট ব‍্যঙ্কের চাঁদপাড়া শাখার উদ্দ‍্যোগে ও ব‍্যবস্থাপানায় গত ২০ আগস্ট স্থানীয় গাইঘাটা থানা এগ্ৰিকালচারাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর হল ঘরে অনুষ্ঠিত হয় কৃষি উত্থান মেলা।আয়োজিত মেলায় ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস‍্য দুইশতাধিক মহিলা উপস্থিত হন। কবিগুরুর আগুণের পরশমণি ছোঁয়াও প্রাণে সংগীতের সাথে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে সভার সূচনা করেন ব‍্যাঙ্ক আধিকারিক দেবনারায়ন সাহা ও চাঁদপাড়ার প্রধান দীপক দাস।

এদিনের আয়োজিত আলোচনা সভায় ব‍্যঙ্কের বিভিন্ন আধিকারিকগন ছাড়াও স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ‍্যে ছিলেন স্টেট ব‍্যঙ্কের রিজিওনাল ম‍্যানেজার দেবনারায়ন সাহা, আর.বি.ও’র প্রতিনিধি দীপঙ্কর বিশ্বাস,গাইঘাটার সমবায় পরিদর্শক (C I)আশিস পাল ও স্থানীয় চাঁদপাড়া গ্ৰাম পঞ্চায়েত প্রধান দীপক দাস প্রমুখ।এস,বি,আই এর চাঁদপাড়া শাখার প্রবন্ধক অনুপম বিশ্বাস সকলকে স্বাগত জানান, ব‍্যঙ্ক কর্মীগন সকল বিশিষ্ট জনদের উত্তরীয় ও গাছের চারা প্রদানে বরণ করে নেন।

উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর সদস‍্য সি,এস,পি ও বিভিন্ন সমিতির প্রতিনিধিগণের সামনে বিশিষ্ট আধিকারিকগন বলেন সেল্ফ হেল্প গ্ৰুপের মাধ‍্যমে সরকারি নানা প্রকল্প বাস্তবায়িত হয়, এজন‍্য সরকারি নির্দেশে গোষ্ঠীর সদস‍্যদের ব্যাঙ্ক থেকে সামান‍্য সুদে ঋন দেওয়া হয়। সেই টাকার সঠিক ব‍্যবহার করে স্বাবলম্বি হয়ে উঠতে হবে।চাঁদপাড়ার প্রধান দীপক দাস বলেন বিভিন্ন সরকারী মেলার স্বনির্ভর গোষ্ঠীর সদস‍্যদের উৎপাদিত সামগ্ৰীর স্টল দেবার ব‍্যবস্থা আছে, সঠিকভাবে ব‍্যবসা করে লাখপতি দিদি হয়ে উঠা যেতে পারে।

আর,এম,শ্রী সাহা বলেন সরকারের মাধ‍্যমেই আমরা গোষ্ঠীগুলির সাথে সংযোগ স্থাপন করতে পারছি।ঋণ দিচ্ছি আপনারা আরো গোষ্ঠী গড়ে তুলুন। সদস‍্য সংখ‍্যা বৃদ্ধি করুন। আমরা আরো বেশি বেশি করে ঋণ দিতে প্রস্তূত। আপনারা ঋণ নেবেন এবং সময় মত পরিশোধ করবেন। আপনাদের সাফল‍্যের জন‍্য প্রশিক্ষণ প্রদান ও এধরনের আরো সভা ও মেলা ও করা হবে। এদিনের সভা থেকে বেশ কয়টি গোষ্ঠীর প্রধানের হাতে ঋণ অনুমোদন পত্র তুলে দেওয়া হয়।

গোষ্ঠীর কিছু সমস‍্যা নিয়ে বক্তব্য রাখেন সদস‍্যা তপতী সরকার ও নিয়তি রায়। তপতী দেবী তাঁর বক্তব‍্যে ব‍্যাঙ্ক থেকে যথেষ্ট সহোযোগিতা পাবার কথাও বলেন। এদিনের মেলায় গোষ্ঠীর সদস‍্যদের তৈরি হস্তশিল্পের কয়েকটি স্টল উপস্থিত সকলের নজর কাড়ে। ব‍্যঙ্ককর্মী ত্রিপর্ণা ও মৌসুমী ম‍্যাডামের সুচারু পরিচালনায় এদিনের সভা ও অনুষ্ঠান মেলা বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *