চাঁদপাড়ায় স্বর্ণশিল্পী সমিতির রক্তদান শিবিরে রক্ত দিলেন ৭০ জন
নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়, তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান এই আদর্শকে সামনে রেখে বিগত বছরের মতো এবারও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির চাঁদপাড়া শাখা কমিটি।
গত ৩ অক্টোবর সকালে চাঁদপাড়া বাস স্ট্যান্ড পার্শ্বস্থ রক্তদান শিবিরের উদ্বোধন করেন সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি বিনয় সিংহ। উপস্থিত ছিলেন, বনগ্রাম মহাকুমা কমিটির সভাপতি কল্যাণ তারন, কমিটির অন্যতম সদস্য নিমাই দেবনাথ, তারক বসু,
সমরেশ কর্মকার, ছিলেন জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ প্রমূখ। সমিতির চাঁদপাড়া শাখার সম্পাদক চন্দন বণিক সকল বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সংগঠনের চাঁদপাড়া শাখা আয়োজিত রক্তদান উৎসবের মতো এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। চাঁদপাড়া শাখা কমিটির সম্পাদক চন্দনবাবু জানান, এদিনের রক্তদান শিবিরে মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। স্থানীয় বকচরা গ্রামের ৬২ বছরের বৃদ্ধা বাসন্তী দেবনাথ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।
বনগাঁ মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মী’গণ এদিন শিবিরের রক্ত সংগ্রহ করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সমিতির সদস্য সহ সকল স্বেচ্ছা রক্তদাতা’গনকে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় পরিবেশিত মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটে।