চাঁদপাড়ার ‘কলরব’ উৎসব মঞ্চ মাতালেন নচিকেতা ও খরাজ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, এ বছরে চাঁদপাড়ার ‘কলরব’ উৎসব মঞ্চ মাতালেন নচিকেতা ও খরাজ। গত ৮ ও ৯ই জানুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হয় চাঁদপাড়ার ঐতিহ্যবাহী ‘কলরব উৎসব’। ৮ জানুয়ারি সকালে চাঁদপাড়ার মিলন সংঘ ময়দানের সুসজ্জিত অঙ্গনে সংগঠনের পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২৯ তম বর্ষের কলরব উৎসবের শুভ সূচনা হয়।
এদিন কলোরব সাংস্কৃতিক সংস্থা আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ৬৫ জন ব্যাক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও অনুষ্ঠান সূচীতে ছিল বসে আঁকো, ছড়ার গান, কলরব সারেগামা, রবীন্দ্র সঙ্গীত, শৈরি নৃত্য প্রতিযোগিতা ছাড়াও ছিল সন্ধ্যায় নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায়। দূরদূরান্ত থেকে আগত অসংখ্য প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
দ্বিতীয় দিন সংগীত ও নাটকের আসরে কলরব মিউজিক্যাল গ্রুপ ও নূপুর নৃত্য কলার মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ছাড়াও ছিল কলরব প্রযোজিত ও দর্শক প্রশংসিত নাটক মাঝি ও মাল্যদান। উৎসবের দ্বিতীয় দিন রবীন্দ্র সংগীত ও লোকনৃত্য প্রতিযোগিতা ছাড়াও ছিল পুরষ্কার প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত ভাষনে সংস্থার নাট্য সম্পাদক তনয় সাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুস্থ্য সংস্কৃতি ও নাট্য চর্চার প্রসারে ২৮ বৎসর যাবৎ কলরবের এই প্রয়াসকে বিশেষ ভাবে তুলে ধরেন। এদিনের আমন্ত্রিত নাট্যানুষ্ঠানে কলকাতার বেহালা নাট্যজন এর কুশীলবগণ গায়ক – অভিনেতা খরাজ মুখার্জী, সুপ্রিয় দত্ত, সাহেব মুখার্জী ও সুভদ্রা মুখার্জী প্রমুখের অনবদ্য অভিনয় দর্শকসাধারণের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।
সর্বশেষে ছিল বাংলা সংগীত জগতের কিংবদন্তী গায়ক নচিকেতা চক্রবর্তীর আসর মাতানো সংগীতানুষ্ঠান তাঁর জীবনমুখী গানের ডালি নিয়ে সকল সংগীত প্রেমী স্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করে। সব মিলিয়ে বিশিষ্ট সংগীত শিল্পী নচিকেতা চাঁদপাড়ার সাংস্কৃতিক পরিমণ্ডল ও সংগীতপ্রেমী দর্শকমণ্ডলীর ভূয়সী প্রশংসা করেন। সর্ব দিক বিবেচনায় চাঁদপাড়ার ২৯ তম বর্ষের কলরব উৎসব বেশ সাড়া ফেলে এলাকায়।