চাঁদপাড়ার জয়শ্রী আর্ট কলেজে বিজয়া সম্মেলন

নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার দীঘা গ্রামে নব প্রতিষ্ঠিত জয়শ্রী অ্যানিমেশন এন্ড এপ্লাইড আর্ট কলেজে মহাসমারহে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল গত ১৯ অক্টোবর। এদিন সকালে কলেজ অঙ্গনের প্রয়াত জয়শ্রী দেবীর আবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা কর্মসূচী সূচনা হয়।

এদিনের আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন শিক্ষায়তনের সভাপতি কার্তিক রায়, ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শান্তনু রায়, চিকিৎসক মনোরঞ্জন সর্দার, বিশিষ্ট চিত্রশিল্পী বন্দনা মন্ডল প্রমুখ।

আর্ট কলেজের কর্ণধার অধ্যাপক শুভজিৎ রায় উপস্থিত সকলকে স্বাগত জানান। শিক্ষার্থী’গণ বিশিষ্টজনদের উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। উপস্থিত সকলে পরস্পরের সাথে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে শহর থেকে বহু দূরে এই দীঘা গ্রামে শিক্ষাব্রতী শুভজিৎ রায়ের নিরলস প্রয়াসে যে আর্ট কলেজ গড়ে উঠেছে তা এই এলাকায় শিক্ষা ও শিল্পচর্চার প্রসার ঘটাবে। সকলেই নবগঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।

এদিন সমবেত শিক্ষার্থীগণ দুটি গ্রুপে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থীগণ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ অংকন প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীগণের হাতে মেমেন্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

শুভজিৎ বাবু জানান, এখন থেকে প্রতি মাসেই অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বছর শেষে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার পুরস্কারে ভূষিত করা হবে।











