চাঁদপাড়া অ্যক্টোর নাট্য বিষয়ক আলোচনা সভা হলো মহিষাকাটি স্কুলে
সমর বিশ্বাস : গত ২৮ মার্চ গাইঘাটার মহিষাকাটি নেতাজী সুভাষচন্দ্র বিদ্যালয়ে নাটকের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপাড়া অ্যক্টো সংস্থা আয়োজিত ‘ইম্পর্টেন্স অফ থিয়েটার ফর টোটাল ডেভেলপমেন্ট অফ এডোলেসেন্টস’ শীর্ষক সেমিনারে আলোচনায়
অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সংস্কৃতিপ্রেমী প্রধান শিক্ষক মনোতোষ মজুমদার ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। সভা পরিচালনায় ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা দিলীপ ভট্টাচার্য, প্রীতম মজুমদার, নৃত্য প্রশিক্ষক দেবজ্যোতি ভট্টাচার্য, শিক্ষক সুকুমার রায় প্রমূখ। প্রধান শিক্ষক মনোতোষ বাবু সকলকে স্বাগত জানান।
বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিষ্ঠা চ্যাটার্জী ও ছাত্রীরা সকল বিশিষ্টজনদের বরণ করে নেন। বিশিষ্ট বক্তা’গণের আলোচনায় থিয়েটারের গুরুত্ব বৃদ্ধির জন্য কিশোর-কিশোরীদের সার্বিক উন্নয়নের বিষয়টি উঠে আসে।
মুখ্য বক্তাদ্বয়ের বক্তব্যের পাশাপাশি স্বনাম খ্যাত নাট্য পরিচালক ও অভিনেতা সুভাষ বাবুর মূল্যবান বক্তব্যও এদিনের নাট্য বিষয়ক আলোচনা সভাকে সমৃদ্ধ করে।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।