জেলার খবরবিনোদন

চাঁদপাড়া অ্যাক্টো-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ২০০৯ সালের ১ জুলাই তারিখে জেলার নাট্য জগতে পথ চলা শুরু করেছিল চাঁদপাড়ার অ্যাক্টো নাট্য সংস্থা। অচিরেই সেই নবীন নাট্যদল অ্যাক্টো (A Complete Theatre organisation) জায়গা করে নেয় রাজ্যের নাট্য জগতে।

গত শনিবার ছিল অ্যাক্টোর ১৪ তম প্রতিষ্ঠা দিবস। দিনটি ছিল অ্যাক্টোর কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তীরও জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাক্টো কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় সংস্থার স্নেহলতা স্মৃতি মঞ্চে কেক কেটে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী এষণা মিত্র। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুরনগর চলন্তিকার সম্পাদক সজল বাইন, নৃত্য প্রশিক্ষক মৃন্ময় সাহা, নাট্যাভিনেত্রী শ্রীতমা ঘোষ, প্রধান শিক্ষক মনতোষ মজুমদার, সাংবাদিক অনন্ত চক্রবর্তী সহ সংস্থার সকল সদস্যগণ।

সংস্থার সভাপতি দিলীপ ভট্টাচার্য উপস্থিত সকলকে স্বাগত জানান। শুরুতে সংস্থার প্রাণপুরুষ সুভাষ চক্রবর্তী সংস্থার জন্মলগ্ন থেকে বিগত ১৩ বৎসরের জয়যাত্রার ইতিবৃত্ত তুলে ধরেন। সেই সঙ্গে জানান, অ্যাক্টো শুধু নাটক নয়, এখন শ্রুতি নাটক, পুতুল নাটক সহ যাদু প্রদর্শনীর অনুষ্ঠানও পরিবেশন করছে।

এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানে শিবম ঢালীর বাঁশির সুর, সৃজিতা বাইনের রবীন্দ্র কবিতা আবৃত্তি, ছোট্ট সমৃদ্ধি মজুমদারের নৃত্য এবং ত্রিপর্ণা ভট্টাচার্য, কনক চক্রবর্তী, তপন ভট্টাচার্য, শান্তনু চক্রবর্তী ও স্কুল ছাত্রী দীপা দাসের সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করে। নানা অনুষ্ঠান ও সংস্কৃতি প্রেমী বহু মানুষের উপস্থিতিতে অ্যাক্টো আয়োজিত ১৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *