চাঁদপাড়া অ্যাক্ট সংস্থার নাট্য কর্মশালা
নীরেশ ভৌমিক : চাঁদপাড়া অ্যাক্ট সংস্থার উদ্যোগে গত ১৭ই অক্টোবর ২০২৩ নগর উখড়া হাই স্কুলে অনুষ্ঠিত হয় এক নাট্য কর্মশালা। বিদ্যালয়ের ৫০ জন ছাত্র – ছাত্রী এই কর্মশালায় যোগদান করে। সারাদিন আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয়, মূকাভিনয় ছাড়াও থিয়েটারে পাপেট এর ব্যবহার বিষয়ে শিক্ষা দেওয়া হয় ।
ছাত্র – ছাত্রীরা কর্মশালায় নিজে হাতে পাপেট তৈরি করে এবং কর্মশালা শেষে ছোট্ট নাটকের মাধ্যমে পাপেট এর প্রয়োগ করে দেখান উপস্থিত দর্শকদের সামনে।কর্মশালায় ছাত্র – ছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের পক্ষে শিক্ষক সুশোভন সেন বলেন এই ধরনের কর্মশালা ছাত্র – ছাত্রীদের আগামী দিন নাট্যমুখী হতে ভীষণভাবে সাহায্য করবে এবং সংস্কৃতির এই আঙিনার ছোঁয়ায়, আগামী দিনে তারা তাদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবে।
নাট্য সংস্থার পরিচালক কর্ণধার সুভাষ চক্রবর্ত্তী বলেন আমি আশাবাদী এভাবে যদি ছাত্র-ছাত্রীদের হাতে ধরে সংস্কৃতির আঙিনায় নিয়ে আসা যায়, তাহলে আগামী দিনে একটা সুস্থ সাংস্কৃতিক পরি মন্ডল গড়ে উঠবে এ বিষয়ে কোন সন্দেহ নেই।বিদ্যালয়ের পক্ষ থেকে উৎসাহের সাথে আগামী দিনে আবারও এই ধরনের কর্মশালা করবার আগাম আমন্ত্রণ জানানো হয়।
উপস্থিত অভিভাবক ও আবিভাবিকা গণ নিজেদের ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখে অত্যন্ত খুশি হয়ে আবারও এই ধরনের কর্মশালার আয়োজন করতে বিদ্যালয়কে অনুরোধ করেন। সব শেষে চাঁদপাড়া অ্যাক্ট সংস্থার সার্বিক সাফল্য কামনা করি।