জেলার খবরস্বাস্থ্য

চাঁদপাড়া এসসি-এসটি অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য শিবির বনগাঁর কালোপুরে

সংবাদদাতা : বনগাঁর কালোপুর পার্শ্বস্থ উনাই গ্রামে গত ২০ ডিসেম্বর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক শিবির করল চাঁদপাড়ার অন্যতম সমাজসেবি সংস্থা এস সি এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সমবেত গ্রামবাসীদের সামনে হেলথ রিস্ক ও স্যানিটেশন এর

উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ডঃ সুনিতা ঝালা এবং সুষম আহার ও খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট ডায়েটেশিয়ান অস্মিতা বিশ্বাস। এদিনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভায় শতাধিক গ্রামবাসীগণের উপস্থিতিতে এসসি-এসটি অ্যাসোসিয়েশনের সম্পাদক মলয় সানা জানান,

আগামী দিনে গাইঘাটা ব্লক সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে শরীর স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষ জনকে সচেতন করার লক্ষ্যে তারা এ ধরনের আরও সচেতনতা শিবিরের আয়োজন করবেন। আলোচনা শেষে সমাজসেবি সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাস্থ্য বিষয়ক কিছু উপহার ও টিফিন প্রদানে আপ্যায়িত করা হয়। কালোপুর ঊনাই গ্রামে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির অনুষ্ঠিত হলো চাঁদপাড়ার CSCT Welfare Association NGO দ্বারা।

Health Risk and Sanitation এর উপর আলোকপাত করেন ড: সুনিতা ঝালা এবং খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডায়েটেশিয়ান অস্মিতা বিশ্বাস। শতাধিক মানুষের উপস্থিতিতে এনজিওর আগামীর লক্ষ্য গাইঘাটা ব্লক সহ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য বিষয়ক সচেতন করার জন্য এমন শিবির করবেন সে কথা জানান সম্পাদক শিক্ষক মলয় সানা।এনজিওর পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক কিছু উপহার সহ টিফিনের বন্দোবস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *