জেলার খবর

চাঁদপাড়া এসসি এসটি ওয়েলফেয়ার এসোসিয়েশন কে সংবর্ধনা দিল অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটি

নীরেশ ভৌমিক : অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে চাঁদপাড়া এসসি এসটি ওয়েলফেয়ার এসোসিয়েশন (NGO) কে সংবর্ধনা দিল গত রবিবার বনগাঁ নীলদর্পণ সভাগৃহে। সংবর্ধনা তুলে নিল এনজিও এর হয়ে সম্পাদক শিক্ষক মলয় সানা মহাশয়,

এবং উপস্থিত এক্সিকিউটিভ সদস্য সন্তু মন্ডল মিহির সানা এবং সভাপতি উদয় সানা মহাশয়। সামাজিক উন্নয়নে প্রান্তিক পর্যায়ে নিরন্তর কাজ করে যাওয়ার জন্য।

ইতিমধ্যে এই এনজিও রাষ্ট্রীয় ব্যাপি এবং রাজ্য স্তরের পুরষ্কার লাভ করেছে। এবার তাদের আরেকটি সংবর্ধনার পালক যুক্ত হল। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর ,

আইপিএস স্বপন বিশ্বাস, বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয়, লেখক বিরাট বৈরাগ্য এবং বনগাঁ মহকুমা কমিটির সভাপতি, অন্যতম সম্পাদক শ্রী মনোজ টিকাদার মহাশয় এবং বিশিষ্ট মতুয়া ভক্তবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *