জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

চাঁদপাড়া চৌরঙ্গী ও কলরব এর রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও রবীন্দ্র নজরুল বন্দনার আয়োজন করে চাঁদপাড়ার চৌরঙ্গী ও কলরব সাংস্কৃতিক সংস্থার সদস্য’গণ। গত ৮ জুন চাঁদপাড়া বাজারে চৌরঙ্গীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম স্মরণ অনুষ্ঠানে শুরুতেই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ কবিদ্বয়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানান চৌরঙ্গীর প্রাণপুরুষ অজিত রায় ও কলরব এর সংস্কৃতিপ্রেমী সম্পাদক গোবিন্দ কুন্ডু।বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি নজরুলের জীবন, কর্ম, আদর্শ ও তাদের অমূল্য সৃষ্টির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতী রায়, শিক্ষক সুভাষ রায়, সমাজকর্মী কপিল ঘোষ।

এছাড়াও ছিলেন চাঁদপাড়ার প্রাক্তন প্রধান মনিমালা বিশ্বাস ও সদস্য শতদল দেব প্রমূখ। কলরব সাংস্কৃতিক সংস্থার সদস্য’গণের সমবেত কন্ঠে কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’- সংগীতের মধ্য দিয়ে আয়োজিত কবি প্রণামের অনুষ্ঠানের সূচনা হয়।

শিশু শিল্পী নব্যন্নিকা রায়ের কন্ঠে সঙ্গীত ও আবৃত্তির অনুষ্ঠান এবং সৌমিলি দেবনাথ এর রবীন্দ্র নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে। চাঁদপাড়া নুপুর নৃত্যকলা কেন্দ্রের নৃত্যশিল্পীদের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

পরিশেষে কলরব এর নাট্যশাখা প্রযোজিত কবিগুরুর কাহিনী অবলম্বনে মজার নাটক ‘বিনি পয়সার ভোজ’ উপস্থিত দর্শন সাধারণের মনোরঞ্জন করে। সবকিছু মিলিয়ে কথায় কবিতায় সংগীত ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে চৌরঙ্গী ও কলরব সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এদিনের রবীন্দ্র নজরুল সন্ধ্যা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *