চাঁদপাড়া ডিফেন্স একাডেমী আয়োজিত স্বাধীনতা দিবসে নানা অনুষ্ঠান
সমর বিশ্বাস : গত ১৫ আগস্ট সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় চাঁদপাড়া ডিফেন্স একাডেমী আয়োজিত দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান। পদযাত্রা শেষে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। পতাকা উত্তোলন শেষে সকলে জাতীয় সঙ্গীতে গলা মেলান।
প্রতিষ্ঠানের কর্ণধার প্রাক্তন সৈনিক দ্বীপেন গুহর আহ্বানে এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটার ঝিকরা হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস, বনগাঁর বল্লভপুর বিশ্বম্বর বিদ্যাপীঠের টিচার ইনচার্জ রঞ্জিত গোলদার, বিশিষ্ট কবি মিন্টু বারুই, কবি রাজু সরকার, শিক্ষক রূপম মহাজন, সুমিত গুহ, সুবীর দাস ও মহাদেব দাস প্রমুখ।
সংস্থার অন্যতম প্রশিক্ষক প্রাক্তন সৈনিক সৌমেন রায় ও দ্বীপেন গুহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সংস্থার সদস্যা ও এন.সি.সি ক্যাডেটগণ সকলকে তেরঙ্গা উত্তরীয় ও ব্যাজ পরিধানের মাধ্যমে বরণ করে নেন।বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে চাঁদপাড়ার নবগঠিত ডিফেন্স একাডেমীর জাঁকজমক পূর্ণ স্বাধীনতা দিবস উদযাপন (অমৃত মহোৎসব)
এবং সেই সঙ্গে এলেকার কিশোর, তরুণ-তরুণীদের সুশিক্ষা, শরীরচর্চা ও যুবক-যুবতীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হবার দিশা দেখানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান। সুসজ্জিত বেশে সংস্থার প্রশিক্ষণার্থীগণ দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। বিশিষ্ট সংগীত শিল্পী পিযুশকান্তি ধরের
কণ্ঠে দেশাত্ববোধক সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
সংস্থার সদস্যা টিনা বিশ্বাস, অনীতা মণ্ডল ও সুনীতা বিশ্বাসের নৃত্যানুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। প্রশিক্ষনার্থী ক্যাডেটদের প্যারেড ও কুচকাওয়াজ সকলের দৃষ্টি আকর্ষন করে। নানা অনুষ্ঠানে চাঁদপাড়া ডিফেন্স একাডেমী আয়োজিত দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান এলেকায় বেশ সাড়া ফেলে। অনুষ্ঠান পরিচালনায় বিশিষ্ট কবি তাপস তরফদারের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।