জেলার খবর

চাঁদপাড়া নবীন স্বামীজি সংঘে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও সংগীতানুষ্ঠান

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই। মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়। তাই রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান। এই আদর্শকে সামনে রেখে বিগত বছরের মতো এবার চাঁদপাড়ার দেবীপুর নবীন স্বামীজি সংঘের সদস্যগণ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন।

চাঁদপাড়ার মিলন সংঘ বসার অঙ্গনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে বনগাঁ জে , আর , ধর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ জি, পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগণ মোট ৬১ জন স্বেচ্ছবিও দাতার রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বর্ষবরণ উপলক্ষে এদিন সন্ধ্যায় নবীন স্বামীজি সংঘের ব্যবস্থাপনায় মিলন সংঘ প্রাঙ্গনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, বিচিত্রানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সহঃসভাপতি ইলা বাক্‌চি, কর্মাধ্যক্ষ কালিপদ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য সুভাষ রায়,

চাঁদপাড়ার প্রধান দীপক দাস, সমাজকর্মী নির্মল বিশ্বাস, রেবতী বিশ্বাস, পিনাকী বিশ্বাস, ভবেশ দত্ত, ছিলেন বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ বিশ্বাস প্রমূখ। ক্লাব সম্পাদক কিশোর বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান। ক্লাব সদস্যগণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় পুষ্পস্তবক প্রদানে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান শিবির ও এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য এই মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান। এদিনের প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেও বহু মানুষ এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *