চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি প্রাথমিক বিভাগের বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২৭ এপ্রিল অপরাহ্নে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী স্কুলের প্রাথমিক বিভাগের ৩৭ তম বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষিকা মিনতী রায়।

শিক্ষা ও সংস্কৃতি প্রেমী অশোক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, সংস্কৃতি প্রেমী ব্রজেন বিশ্বাস প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ভট্টাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী উৎসবের সাফল্য কামনা করেন।

প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাব্রতী মিনতী দেবী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংগীত, আবৃত্তি, নৃত্য, নাটক, মূকাভিনয় ও যোগাসন ইত্যাদি চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেই সঙ্গে উপস্থিত অভিভাবক’গণের প্রতি আমাদের সমস্ত সুকুমারমতি পড়ুয়াদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্লাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে মেধা পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের সুসজ্জিত মঞ্চে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয়, যোগাসন ইত্যাদি পরিবেশন করে।

ছাত্রীগণ পরিবেশিত একক ও সমবেত লোকনৃত্য, শিক্ষক সন্তু চক্রবর্তী নির্দেশিত পড়ুয়াদের মজার মূকাভিনয় এবং প্রধান শিক্ষক দিলীপ ভট্টাচার্য নির্দেশিত সকলের ভালোলাগার নাটক পরম পুরুষ ‘শ্রী শ্রী রামকৃষ্ণ’ সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে।

রাত অবধি ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্থানীয় মানুষজন বিদ্যালয়ের পড়ুয়া’গণ পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান গুলি বেশ উপভোগ করেন। অনুষ্ঠান ও বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।









