উৎসবজেলার খবরবিনোদন

চাঁদপাড়া বাণী বিদ্যাবিথীর প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : এলাকার মানুষজনের মধ্যে শিক্ষার প্রসারে ১৯৫৩ এর ১৬ই আগস্ট পথচলা শুরু হয়েছিল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। গত ১৬ আগস্ট সেই পথচলা ৭৫ বৎসরে পদার্পণ করে।

বিদ্যালয়ের গৌরবময় এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে দু’দিন ব্যাপী প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী’গণের এক বর্ণাঢ্য বাইক র‍্যালীর মধ্য দিয়ে আয়োজিত প্লাটিনাম জুবলি উৎসবের সূচনা হয়।

১৬ ই আগস্ট সকালে ম্যারাথন দৌড় শেষে বেলা ১০ টায় সোনার তরী মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জলন করে আয়োজিত বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের উদযাপন অনুষ্ঠানে সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ন গোস্বামী।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শিপ্রা বিশ্বাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, সহ-সভাপতি গোবিন্দ দাস, জেলা বিদ্যালয় পরিদর্শক বাদল কুমার পাত্র, ব্লকের দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ, ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা’গণ সহ বিদ্যালয় পরিচালক সমিতির প্রাক্তন সভাপতি ও সম্পাদক’গণ।

বিদ্যালয় পরিচালক সমিতির বর্তমান সভাপতি শান্তিপদ বিশ্বাস ও প্রধান শিক্ষক রবিউল ইসলাম সমস্ত অতিথিবৃন্দকে স্বাগত জানান। শিক্ষার্থী’গণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

সভাধিপতি শ্রী গোস্বামী একটি শিক্ষামূলক ছোট্ট গল্প বলে উপস্থিত শিক্ষার্থীদের জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান।

বিদ্যালয়ের ৭৫ তম বর্ষে ৭৫ জন ছাত্রছাত্রীর সমবেত কন্ঠে গাওয়া থিম সং-টি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়া’গণের মেধা পুরস্কার প্রদান করা হয়। মধ্যাহ্নে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্বনামধন্য নৃত্যশিল্পী অরূপ ও মৃন্ময় এর নির্দেশনায় শিক্ষার্থী’গণ পরিবেশিত নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর উচ্চশিত প্রশংসা লাভ করে।

এরপর ছিল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী’গণের আন্তপ্রাচীর ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। ১৭ই আগস্ট সকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা পর্বে ছিলেন এলাকার ভূতপূর্ব বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস প্রমূখ।

সকলেই বিদ্যালয়ের পঠন-পাঠন ও সার্বিক সাফল্য কামনা করেন এদিন বিডিও নীলাদ্রি বাবু বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের পদার্পণ উপলক্ষে তৈরি ডাকটিকিটেরও আনুষ্ঠানিক প্রকাশ করেন। শেষ দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন শিক্ষার্থী’গণের পায়ে পায়ে পচাত্তর গানে-গানে শীর্ষক অনুষ্ঠানে সমবেত শ্রোতাদেরকে মুগ্ধ করে।

বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও কর্মী সংসদের সম্পাদক সুশান্ত বিশ্বাস জানান, বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে কর্মসূচী পালন করা হবে। নানা অনুষ্ঠান ও এলাকার বহু শিক্ষানুরাগী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথির ৭৫ তম বর্ষ পদার্পণ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় প্রসেনজিৎ রাহার পারদর্শিতা প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *