চাঁদপাড়া সোশ্যাল হেল্প অর্গানাইজেশন এর রক্তদান ও স্বাস্থ্য শিবির
নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকে রক্ত দিতে হয়। তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান এই আদর্শকে সামনে রেখে গত ২২ ডিসেম্বর এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে চাঁদপাড়া ঢাকুরিয়া সোশ্যাল হেল্প অর্গানাইজেশন এর সদস্য’গণ।
এদিন সকালে গাইঘাটার রামপুর থেকে চাঁদপাড়ার মিলন সংঘ ময়দান অবধি দীর্ঘ ৫ কিলোমিটার রোড রেসে ২৫০ জন দৌড় বিদ পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। মধ্যাহ্নে চাঁদপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন অঙ্গনে আয়োজিত স্বেচ্ছা রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, চাঁদপাড়া বাজার কমিটির সম্পাদক মুকুল সাহা, সমাজকর্মী কপিল ঘোষ, অজিত রায়, ভবেশ দত্ত, ক্রীড়া প্রেমী সমীরন সানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুণ্ডু প্রমুখ।
বিরাটির আদুল সমাজসেবি সংস্থার কয়েকজন সদস্য উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন। সংস্থার সভাপতি দীপঙ্কর দাস ও সম্পাদক নারায়ণ পোদ্দার সকলকে স্বাগত জানান।
সদস্যগণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। সোশ্যাল হেল্প অর্গানাইজেশনের সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক নারায়ন বাবু জানান, এদিনের রক্তদান শিবিরে ৫০ জন সদস্য স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন।
বনগাঁ জীবন রতন ধর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীগণ স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন।
উদ্যোক্তারা এদিন ম্যারাথন রেসে অংশগ্রহণকারী সেরা প্রতিযোগীগণকে স্মারক উপহারে ভূষিত করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সেরা প্রতিযোগীগণের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
সংস্থার অন্যতম সদস্য ও সংগঠক অভিজিৎ পোদ্দার, সমরজিৎ রায়, অলক দত্ত, অনুপ সেনগুপ্ত, বিউটি পোদ্দার, সুদীপ দেবনাথ প্রমূখ সদস্যগণের আন্তরিক প্রয়াসে ঢাকুরিয়া সোশ্যাল হেল্প অর্গানাইজেশন আয়োজিত এদিনের রক্তদান সহ সমস্ত সেবামূলক কর্মসূচী সার্থকতা লাভ করে।