বাগদা গ্রামীন হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু, অভিযোগ দায়ের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রোগ যন্ত্রনায় ছটফট করতে থাকা রোগীকে বাগদা হাসপাতালের ডাক্তার ও নার্সরা সঠিক সময়ে পরিসেবা না দেওয়ায় রোগীর মৃত্যুকে ঘিরে উত্তাল হল বাগদা হাসপাতাল চত্তর।
জানা গেছে মৃতার নাম স্মৃতি বিশ্বাস। সে আজ সকালে বুকে প্রচন্ড যন্ত্রনা, বমির সংগে শ্বাস কষ্ট নিয়ে ছটফট করতে করতে বাগদা হাসপাতালে ভর্ত্তি হয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসক ম্যাডাম
ও নার্সগন যথাসময়ে চিকিৎসা পরিসেবা না দেয়াতেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের। তারা কর্তব্যরত চিকিৎসক নার্সদের বিরুদ্ধে কর্তব্য কর্মে অবহেলার অভিযোগ তুলে বাগদা হাসপাতালের বিএমওএইস ও বাগদা থানাতে লিখিত ভাবে জানান।
এদিন মৃতার আত্মীয় স্বজনদের আহাজারিতে হালপাতাল এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।