জেলার খবর

চিত্তপটের আজাদি কা অমৃত মহোৎসব

নীরেশ ভৌমিক : সম্প্রতি ১৪ এবং ১৫ আগস্ট ২০২৩ খাঁটুরা চিত্তপট সাড়ম্বরে উদযাপন করল ভারতের স্বাধীনতার ৭৭ তম বর্ষপূর্তি আজাদি কা অমৃত মহোৎসবের সমাপন অনুষ্ঠান অমৃত অর্পণ। এই দুই দিনের প্রথম দিন তারা শুভাশিস রায়চৌধুরীর রচনা ও নির্দেশনায় অশোকনগর শহীদ সদনে অভিনয় করল তাদের এ বছরের নতুন নাটক মোহনদাসের মূর্তি। গান্ধীজীর সত্য এবং অহিংসার পথকে আপন করে বিভাজনকামী স্বার্থান্বেষী মানুষদের বিরুদ্ধে লড়াইয়ের এক দিশা দেখাল এই নাটকের মাধ্যমে।

এই নাটকে বিশেষভাবে নজর কারে চিত্তপটের দেবযানী গাঙ্গুলী, কাকলি সেন ভৌমিক, সুরজিৎ হালদার, তপন রায়চৌধুরী, সন্দীপ হালদার, শঙ্খদীপ রায়চৌধুরী এবং নির্দেশক শুভাশিস রায়চৌধুরীর অভিনয়। ১৫ আগস্ট সকালে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হয় ভারতের স্বাধীনতার ৭৭ তম বর্ষপূর্তির। পতাকা উত্তোলন করেন চিত্তপটের কর্ণধার শুভাশিস রায়চৌধুরী। গান্ধীজি ও নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন চিত্তপটের সদস্য অরুন্ধতী চ্যাটার্জী, তপন রায়চৌধুরী, সন্দীপ হালদার, সুরজিৎ হালদার, শঙ্খদীপ রায়চৌধুরী এবং শুভাশিস রায়চৌধুরী।

সন্ধ্যেবেলায় ছিল দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী দেবযানী গাঙ্গুলী, দেশাত্মবোধক কবিতা পরিবেশন করে পৃথ্বীরাজ রায়চৌধুরী, অরুন্ধতী চ্যাটার্জী, সুরজিৎ হালদার, শঙ্খ দীপ রায়চৌধুরী, সন্দীপ হালদার, রূপাঞ্জনা চক্রবর্তী, তপন রায়চৌধুরীতারপর পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে অদ্রিজা গাঙ্গুলী। এই দিনটির বিশেষ মাহাত্ম্য তুলে ধরেন চিত্তপটের নাট্যগুরু প্রদীপ রায়চৌধুরী। সমগ্র অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে এই আয়োজন সুসম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *