জেলার খবরবিনোদন

চিত্তপট নাট্য উৎসব হল গোবরডাঙায়

নীরেশ ভৌমিক : খাঁটুরা চিত্তপট নাটকের শহর গোবরডাঙায় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে আয়োজন করেছিল দু’দিন ব্যাপী চিত্তপট নাট্য উৎসব ২০২৩-২৪। এবারের উৎসব তাঁরা উৎসর্গ করেছিল বিশিষ্ট অভিনেত্রী দীপা ব্রহ্ম-র স্মৃতির উদ্দেশ্যে।

গোবরডাঙা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত নটরাজের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে উৎসবের শুভ সূচনা করেন এবং বিশিষ্ট সংগীত শিল্পী দেবাশিস ভট্টাচার্য পরিবেশন করেন উদ্বোধনী সংগীত। দেবাশিস বাবুর উদ্বোধনী সংগীত উপস্থিত সকল দর্শক শ্রোতা -কে মন্ত্র মুগ্ধ করে দেয়।

এবছর চিত্তপট সম্মানে সম্মানিত হন বিশিষ্ট মাইম শিল্পী সোমা মাইম থিয়েটারের নির্দেশক সোমা দাস, বিশিষ্ট নাট্যজন সুতপেশ চক্রবর্তী, আলোক শিল্পী গৌতম সরকার এবং বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক নীরেশ ভৌমিক-কে। চিত্তপট বিশেষ সম্মানে সম্মানিত হন দেবাশিস ভট্টাচার্য।

প্রতিদিন তিনটি করে মোট ছ’টি নাটক পরিবেশিত হয় উৎসবে। প্রথম দিন ছিল শৈলিক কলকাতা প্রযোজিত প্রবীর বসু নির্দেশিত নাটক ফিরে দেখা। মজার মোড়কে মানুষের বিবেককে জাগ্রত করার প্রয়াস লক্ষ করা যায় এই নাটকে।

দ্বিতীয় নাটক ছিল আরশিনগর প্রযোজিত রাজদীপ ঘোষাল নির্দেশিত নাটক চাটুজ্যে বাড়ুজ্যে। দমফাটা এই হাসির নাটকে খুব ভালো অভিনয় করেন প্রত্যেকে। এদিনের শেষ নাটক ছিল মানবিক মূল্যবোধের নাটক নাট্য মিলন গোষ্ঠী প্রযোজিত দিলীপ ঘোষ নির্দেশিত নাটক মানুষের ঠিকানা।

দ্বিতীয় দিনের প্রথম নাটক পরিবেশন করে আয়োজক সংস্থা চিত্তপট নিজে। মোহনদাসের মূর্তি তাদের এবছরের নতুন প্রযোজনা যার রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস রায়চৌধুরী। গান্ধীজির অহিংস আদর্শে এক আদর্শ দেশ তথা সমাজ গঠনের বার্তা বহন করে এই নাটক।

নাটকে দেবযানী গাঙ্গুলীর নাচ এবং অভিনয় তৎসহ শুভাশিস, কাকলি সেন ভৌমিক, তপন রায়চৌধুরী, সুরজিৎ হালদার, শঙ্খদীপ রায়চৌধুরী, সন্দীপ হালদার প্রমুখের অভিনয় নাটককে এক অন্যমাত্রায় পৌঁছে দেয়। দ্বিতীয় প্রদর্শনে ছিল ঠাকুরনগর থিয়েট্রিক্সের মূকাভিনয় নির্দেশনায় জগদীশ ঘরামী।

জগদীশের অভিনয় সবার মন জয় করে নেয়। উৎসবের শেষ নাটক ছিল বাগনা আলো নাট্য সংস্থা প্রযোজিত জয়ন্ত চক্রবর্তী নির্দেশিত নাটক লজ্জা নেই। তাদের দলগত অভিনয় সত্যিই প্রশংসনীয়। উৎসবের এই দু’দিন প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। যা সত্যিই এই সময় দাড়িয়ে খুবই আশা ব্যঞ্জক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *