জেলার খবরবিনোদন

চিরন্তন কলা কেন্দ্রের অনুষ্ঠান গোবরডাঙ্গা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া ,গত ২৮ মে সন্ধ্যে ছাড়ে ছ’টায় গোবরডাঙ্গা চিরন্তনের নিজস্ব অনুষ্ঠান কক্ষ ” চিরন্তন কলা কেন্দ্রে “প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হল “কবি প্রণাম ২০২৩”। গর্বিতা দাসের পরিচালনায় দলের সদস্যদের দ্বীপ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন সংস্কার ভারতী দক্ষিণ বঙ্গ প্রান্ত উত্তর ২৪ পরগনা জেলা চর্চা কেন্দ্রের সভাপতি শাশ্বতী নাথ, শিক্ষক সমীর মন্ডল, কবি সাহিত্যিক পলাশ মন্ডল এবং দলের প্রতিষ্ঠাতা পরিচালক অজয় দাস।

উদ্বোধনী সংগীত সহ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের কিছু গান পরিবেশন করেন শিক্ষক সমীর মন্ডল। এছাড়াও গানে অংশগ্রহণ করেন নীতৃষা ঘোষ ,শ্রীকান্ত কুন্ডু, নিশিত ঘোষ, অমিয়াংশু দত্ত ,সুপ্রীতি সুতার, সদৃশা ঘোষ এবং সংস্কার ভারতীর সদস্যরা।

গঙ্গা জলে গঙ্গা পুজোর মতই রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতার মধ্যে দিয়ে যারা যারা তাদেরকে তাদের মধ্যে রয়েছে অর্ণব বিশ্বাস কৌস্তুভি রুদ্রপ্রসাদ ঘোষ সোহন কস্তুরী মধুরিমা শঙ্খব্রত বিশ্বাস এবংঅন্যান্যরা। রবীন্দ্রনাথ এবং নজরুল কে নিয়ে সবিশেষ বক্তব্য রাখেন কবি সাহিত্যিক পলাশ মন্ডল যেটি আগামী প্রজন্মের কাছে ভীষণই শিক্ষনীয় বিষয়।

প্রায় সাড়ে তিন ঘন্টার এই দীর্ঘ সূচীতে কয়েকটি নৃত্যের অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে রয়েছে ঐশী মজুমদার মৌ হালদার অন্বেষা মন্ডল সম্পালি দাস রিয়াএবং অদ্রীস দাস ।সামাজিক পরিবেশ ঠিক রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করে পালন করার প্রয়োজন আছে বলে গোবরডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার দাস তার বক্তব্যে স্পষ্ট করেন এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নিরেশ ভৌমিক পাঁচু গোপাল হাজরা সুপ্রভাত বিশ্বাস সুব্রত দাস। এদিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দলের সম্পাদিকা সুতপা কর্মকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *