ছবিতেই সংবাদ। রেললাইনের বৈদ্যুতিক তার ছিড়ে …..!!
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ থেকে শিয়ালদহ গামী লোকাল হাওডা পৌঁছানোর আগেই জয়গাছি এলাকায় রেলগেট ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বনগাঁ লোকাল। ছেঁড়া তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেরোতে দেখে দ্রুত ভয়ে পালাতে যেয়ে আহত হন অনেকেই বলে প্রকাশ।