জনভারত রঙ উৎসবে স্বপ্নচর এর নাটক:
নীরেশ ভৌমিক : গত ২১শে ফেব্রুয়ারি,বুধবার রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আয়োজিত জনভারত রঙ্গ মহোৎসবের আমন্ত্রণে গোবরডাঙায় স্বপ্নচরের সহজ পাঠশালায় অনুষ্ঠিত হলো নাটক ‘বসুধৈব কুটুম্বকম’। নাটক নির্দেশনায় মহঃ সেলিম। মূলত নাটকটির বিষয় ছিল এই সম্পূর্ণ পৃথিবী একটাই পরিবার। “পৃথিবীর সব জাতি বন্ধু সমান, হাতে হাত ধরে গাই মিলনের গান”—নাটকটির মধ্যে দিয়ে ভারতবর্ষের এই বিশ্বমৈত্রীর ভাবনাকে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত গত ৭ ফেব্রুয়ারি গুজরাটে শুরু হয় বিশ্বের সবথেকে বড় নাট্য উৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব’। এবং এই নাট্য উৎসব শেষ হয় গত ২১শে ফেব্রুয়ারি।এই শেষ দিনের অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় লাইভ পারফরমেন্স এর মধ্যে দিয়ে প্রায় দুই হাজার নাট্য ও বিভিন্ন সংস্কৃতিক প্রতিষ্ঠান যোগদান করে।
যার মধ্যে ছিল নৃত্য,নাট্যাভিনয়, মুকাভিনয়, পুতুল নাটক প্রভৃতি। জাতীয় নাট্য বিদ্যালয়ের তত্ত্বাবধানে ‘স্বপ্নচর’ এ দিন ‘বসুধৈব কুটুম্বকম’ নাটকটি উপস্থাপন করে। সহজ পাঠশালার অন্তরঙ্গ পরিসরে নাটকটির উত্তেজনা দর্শকদের আন্দোলিত করেছে।অভিনয়ে- শরণ্যা,অভিজিৎ, সৌরভ,সৌমি,প্রত্যুষ,আশিষ, আমীর,সুদীপ্তা এবং মহঃসেলিম বেশ সাবলীল,নাটকের গান,নৃত্য এবং মঞ্চসজ্জা বেশ চমকপ্রদ।
উপস্থাপনার ভঙ্গীও অভিনবত্বের দাবী রাখে। দর্শকের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙার স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীমতী শান্তা দত্ত বণিক। নাটক সম্পর্কে বেশ ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন,ভীষণ প্রাসঙ্গিক একটি কাজ এবং স্বপ্নচর কোনো কাজ করলে তাদের একটা নিজস্ব ছোঁয়া থেকেই যায়। বরাবরের মতো এবারও তাদের নিজস্বতা তাঁর দর্শক হৃদয়কে মুগ্ধ করেছে।