জন্মদিনে চাঁদপাড়ায় কিশোর কুমার স্মরণে রক্তদান ও নানা অনুষ্ঠান গাইঘাটা আর্টিস্ট ফোরামের
নীরেশ ভৌমিক : গত ৪ আগস্ট ছিল প্রবাদপ্রতিম সংগীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলীর ৯৬ তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন চাঁদপাড়ায় নবগঠিত গাইঘাটা আর্টিস্ট ফোরাম নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জাতীয় এবং সংগঠনের শ্বেত শুভ্র পতাকা উত্তোলন ও কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রতিকৃতিতে ফুল মালা অর্পণ এর মধ্য দিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। জন্মদিনে কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত রক্তদান শিবিরে ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
বনগাঁ জে.আর. ধর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার জি. পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীগণ স্বেচ্ছায় রক্তদানের রক্ত সংগ্রহ করেন। রক্তদান করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বিশিষ্ট তবলা বাদক স্বপন মল্লিক।
চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ অঙ্গনের সুসজ্জিত মঞ্চে সংগঠনের সদস্য সংগীত শিল্পী গন সর্বজন শ্রদ্ধেয় গায়ক নায়ক কিশোর কুমারের কন্ঠের গান পরিবেশন করে গঙ্গা জলে গঙ্গা পূজার মাধ্যমে তাদের প্রিয় শিল্পী কিশোর কুমার কে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান।
প্রবীণ সঙ্গীতশিল্পী বনগাঁর অমিতেষ ব্যানার্জীর গাওয়া সংগীতানুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানে বহু সঙ্গীত প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।
সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক দাস, উপপ্রধান বৈশাখী বর, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, নিরুপম রায়, সদস্য শ্যামল সরকার, সংস্কৃতিপ্রেমী সুভাষ রায়, প্রবীর চক্রবর্তী, ভবেশ দত্ত, প্রসাদ চক্রবর্তী ও ডাক্তার সজল বিশ্বাস প্রমূখ।
আর্টিস্ট ফোরামের সভাপতি অমিত মজুমদার ও সম্পাদক স্বপন দত্ত সকলকে স্বাগত জানান। সংগঠনের সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্প স্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সভাপতি স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে সংগীতের চর্চা ও প্রসারে এবং সংগীত ও যন্ত্রশিল্পীদের কল্যানে গাইঘাটা আর্টিস্ট ফোরামের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব ও চাঁদপাড়ার কলরব সাংস্কৃতিক সংস্থার প্রাণপুরুষ গোবিন্দ কুণ্ডুর পরিচালনায় গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। গুণীজন সম্বর্ধনা শেষে প্রখ্যাত মিউজিক ডিরেক্টর অশোক কুমার ভদ্রের কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে শুরু হয় আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীগণ পরিবেশিত সংগীতানুষ্ঠান।
সঞ্চালক মিঠুন বিশ্বাস ও মিস্টার রাঠোর এর সূচারু ও পরিচালনায় কিশোর কুমার স্মরণে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যা সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে। স্বেচ্ছায় রক্তদানসহ নানা অনুষ্ঠানে গাইঘাটা আর্টিস্ট ফোরাম আয়োজিত প্রথিতযশা গায়ক আভাষ কুমার গাঙ্গুলীর (কিশোর কুমার) ৯৬ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।