আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবররাজনৈতিক দলের খবর।স্বাস্থ্য

জন্মদিনে হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণ বিধায়কের

নীরেশ ভৌমিক : জন্মদিনে হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ফল-মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। গত ১৯ এপ্রিল সকালে বিধায়ক স্বপনবাবু কিছু ফল, মিষ্টি ও খাবার নিয়ে চলে আসেন গাইঘাটা ব্লকের চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

সঙ্গে ছিলেন সমাজকর্মী প্রবীর রায় এবং বিধায়ক স্বপন মজুমদার ফ্যান ক্লাবের সদস্য’গণ। হাসপাতালে চলে আসেন স্বপন বাবুর সতীর্থ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।

স্থানীয় দুই বিধায়ককে স্বাগত জানান হাসপাতালের কর্মীগণ। বিধায়ক সুব্রত বাবু ও সমাজকর্মী প্রবীর রায়কে সঙ্গে নিয়ে স্বপন বাবু হাসপাতালের পুরুষ ও মহিলাদের ওয়ার্ডে গিয়ে সেখানে চিকিৎসারত রোগীদের হাতে ফল

ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। উপস্থিত হাসপাতালের কর্মীদের হাতেও খাবার তুলে দেন। এরপর বিধায়ক’গণ হাসপাতালের অফিস, ফার্মেসী ঘুরে দেখেন।

কর্মীদের কিছু সমস্যার কথাও শোনেন। স্বপন বাবু সে সময় সতীর্থ বিধায়ক শ্রী ঠাকুরের সাথে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের ব্যাপারে আলোচনা করেন।এরপর বিধায়ক স্বপনবাবু তার অনুগামী’গণকে নিয়ে জলেশ্বরের শিব মন্দিরে পুজো দিতে যান।

নানা অনুষ্ঠান ও নানা কর্মসূচীতে বিধায়ক স্বপনবাবুর জন্মদিন উদযাপন সার্থক হয়ে ওঠে। এলাকার মানুষজন বিধায়ক ও অনুগামী ফ্যান ক্লাবের সদস্যদের এই মহতী কর্মসূচীকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *