জমিদাত্রী সুভদ্রা দেবীর স্মৃতিতে মূর্তি প্রতিষ্ঠা গাইঘাটার বিষ্ণুপুরে

নীরেশ ভৌমিক : এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার বাসনায় বিঘা সাতেক জমি দান করেছিলেন গাইঘাটার সুটিয়া অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা প্রয়াত সুভদ্রা দাস। এলাকার মানুষের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে সেই জমিতে গড়ে ওঠে একটি স্বাস্থ্যকেন্দ্র।

বিষ্ণুপুর গ্রামের দাসপাড়ায় পাকা সড়কের ধারে গড়ে ওঠা বিষ্ণুপুর সুস্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে এলাকার সাধারণ মানুষকে নানাবিধ পরিষেবা দিয়ে চলেছে। সেই জমির এক পাশে প্রতিষ্ঠিত হয়েছে একটি আইসিডিএস স্কুল। সেখানে শিশুরা একই সঙ্গে পড়াশোনা ও খাবার পাচ্ছে, প্রসূতি মায়েদের জন্যও মিলছে পুষ্টিকর আহার।

এলাকার গ্রামবাসীরা কিন্তু জমিদাত্রী সেই মহান সুভদ্রা দেবীকে আজও ভোলেননি। সম্প্রতি তাঁরা স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে তাঁর একটি মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। কথা অনুযায়ী কাজও সম্পন্ন হয়। গত ১ নভেম্বর সেই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী ইলা বাকচি।

বিশিষ্ট সংগীতশিল্পী ওয়েন্দ্রিলা দালালের কণ্ঠে কবিগুরুর সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমাজকর্মী কালিপদ সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রক্তদাতা সমিতির গোবরডাঙা শাখার সম্পাদক পবিত্র মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপী দাস, সদস্যা টুকু চক্রবর্তী,

চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডা. সুজন গাইন, শিক্ষক দুলাল রায়, মধুসূদনকাঁঠি সমবায়ের সম্পাদক দেবাশিষ বিশ্বাস, স্বপন ঘোষ, অন্যতম সংগঠক দিলীপ সাহা, রবীন্দ্রনাথ বিশ্বাস এবং স্থানীয় সুটিয়া ফাঁড়ির ইনচার্জ সুজয় বিশ্বাস।

উপস্থিত ছিলেন সুভদ্রা দেবীর পরিবারের সদস্য গোবিন্দ দাস ও মিনতী দাস প্রমুখ। কচি-কাঁচাদের দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তারা জমিদাত্রী সুভদ্রা দেবীর মহান অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দীর্ঘদিন ধরে এই জমি সংরক্ষণের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

উপস্থিত মানুষজন হাসপাতালটিকে আরও বড় করে তোলার ও বেড চালুর দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন ব্লকের বিএমওএইচ ডা. গাইনের হাতে। ডা. গাইন হাসপাতালের উন্নয়নের আশ্বাস দেন। ব্লকের স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষাকর্মী মিলনকান্তি সাহার সুচারু সঞ্চালনায় জমিদাত্রী সুভদ্রা দেবীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।








