রাজ্য

জাতীয় পর্যায়ের তাইকন্ডো প্রতিযোগীতায় এবার সোনা এল, এ.টি.এস একাডেমির ঝুঁলিতে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের তাইকন্ডো প্রতিযোগীতা “সেকেন্ড মহাকাল কাপ ওপেন ন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৩”-এ হেলেঞ্চা এটিএস একাডেমির দুই ছাত্রী সোনা ও তিন ছাত্রী ব্রোঞ্জ পদক জিতে মুখ উজ্জ্বল করলো এটিএস একাডেমি তথা পুরো বাগদা ব্লকের।

জানা গেছে, ড, বি,আর,আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী হেলেঞ্চা এটিএস একাডেমির কোচ জহিরুল ইসলাম(ব্লাক বেল্ট)-এর ছাত্রী দীপা বিশ্বাস, হেবী ওয়েট ৭৮ কেজিতে হেবী ওয়েট ৭৮ কেজিতে সোনা ও প্রনতি চক্রবর্তী লাইট হেবী ওয়েট ৭০ কেজিতে সোনা এবং

মৌমিতা বিশ্বাস, শুভার্থী তালুকদার ও জয়ন্তী ঢালী যথাক্রমে ৪৬ কেজি, ৪৯ কেজি ও ৯০ কেজি ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হয়। এ উপলক্ষ্যে আজ বিকালে হেলেঞ্চা এটিএস একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদেরকে সম্বর্ধিত করা হয়।

বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেন, বাগদার বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে রোড শো এবং কেক কেটে অনুষ্ঠানটি স্মরনীয় করে সোনা জয়ী দীপা বিশ্বাস, প্রনতী চক্রবর্তী, ব্রোঞ্জ পদক জয়ী মৌমিতা

বিশ্বাস, শুভার্থী তালুকদার ও জয়ন্তী ঢালী সহ এ কোচ জহিরুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও তাইকন্ডো শিক্ষার্থীদের অবিভাবকরা। উল্লেখ্য, যতদুর জানা যায় বাগদাতে এই প্রথম কোন জাতীয় প্রতিযোগীতায় সোনা আসলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *