জাতীয় যুব দিবসে গাইঘাটা ব্লকে সাড়ম্বরে মনীষী অঙ্গনের উদ্বোধন
নীরেশ ভৌমিক : গত ১২ জানুয়ারি যুগ নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিনে (জাতীয় যুব দিবস) গাইঘাটা ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন হলো নবনির্মিত মনীষী অঙ্গনের।
ফিতে কেটে সুসজ্জিত অঙ্গনের উদ্বোধন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি ইলা বাগচি ও ব্লকের বিডিও নীলাদ্রি সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরূপম রায়,
শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাপী দাস, মৎস্য কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, বিরোধী দলনেতা শম্ভু খাঁ।এছাড়াও ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস প্রমূখ সদস্যগণ।
পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম বাবু জানান পূর্ত দফতরের ব্যবস্থাপনায় প্রায় ৬ লক্ষ টাকায় এই মনীষী অঙ্গন নির্মিত হয়েছে এবং স্বামীজীর পূর্ণ জন্মদিনে এই অঙ্গন গাইঘাটাবাসীর সকলের জন্য উন্মুক্ত করা হল।
প্রস্ফুটিত মরশুমী ফুল ও সবুজ দূর্বা ঘাষের গালিচার মাঝে স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষ, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির জনক মহাত্মা গান্ধী ও স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে উপস্থিত সকলে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।
দিনটির তাৎপর্য তুলে ধরে ভারত মাতার কয়েকজন মহান সন্তানের মূর্তি প্রতিষ্ঠা এবং মনীষী অঙ্গন নির্মাণের ব্যাপারে আলোকপাত করে বক্তব্য রাখেন বিডিও শ্রী সরকার, সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ ও নিরূপম রায় সহ অন্যান্য সদস্য’গণ।
মনীষী অঙ্গনের উদ্বোধন ও মহান মনিষীগণের আবক্ষ মূর্তির উন্মোচন শেষে উপস্থিত এলাকার কয়েকজন দুঃস্থ মানুষের হাতে ব্লকের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
সমিতি ও ব্লক প্রশাসনের আন্তরিক উদ্যোগে এদিনের মনীষী অঙ্গনের উদ্বোধন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।