জাতীয় রং বাহারী সম্মান ও আলোক শিল্পী সম্মান প্রদান করল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা ১৫০ দিনের উৎসবে
নীরেশ ভৌমিক: গত ২৭ শে ফেব্রুয়ারী গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার নিজস্ব উপাসনা নাট্য গৃহে অনুষ্ঠিত হলো রেপার্টরি থিয়েটার সম্পর্কিত আলোচনা চক্র এবং বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠান। গত ১৮ ই এপ্রিল ২০২৩ থেকে চলছে আকাঙ্ক্ষার দীর্ঘ ১৫০ দিন ব্যাপী জাতীয় রংবাহারী নাট্যমেলা ২৩-২৪। উক্ত দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম অভিনব থিয়েটারের কর্ণধার, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক দয়াল কৃষ্ণ নাথ এবং গোবরডাঙ্গা মৃদঙ্গমের কর্ণধার ও বিশিষ্ট আলোকশিল্পী, অভিনেতা ও পরিচালক বরুণ কর। সেই দিনে আকাঙ্ক্ষার খুঁদে শিল্পী অহনা দেবনাথের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।
দয়াল কৃষ্ণ নাথ ও বরুণ কর রেপার্টরি থিয়েটার সম্পর্কিত বিশেষ আলোচনা করেন। তারা বলেন দলগুলি কিভাবে কাজ করবে এবং তাদের কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এই নিয়ে চলে দীর্ঘক্ষণের আলোচনা । উক্ত দিনে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা দয়াল কৃষ্ণ নাথ কে জাতীয় রংবহারী সম্মান ও বরুন কর কে আলোকশিল্পী সম্মানে সম্মানিত করে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল গোবরডাঙ্গার একাধিক নাট্য দল গুলি এবং গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার সকল সদস্য সদস্যারা। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার সভাপতি সুজয় পাল বলেন, আগামী ৩১ শে মার্চ গোবরডাঙ্গা পৌর টাউন হলে মহাআরম্বরে শেষ হবে ১৫৮ তম দিনে আমাদের এই উৎসব।