জাল টাকা সহ ধৃত বাগদার যুবক। উদ্ধার ২৮ হাজার জাল নোট।
গৌরব কর্মকার : বাগদা, পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরে জাল টাকায় দাম মেটানোর সময় হাতেনাতে ধরা পড়লো এক কুখ্যাত পাচারকারী। জানা গেছে ওই যুবকের নাম অমিত প্রামানিক তার বাড়ি বাগদা ব্লকের বয়রা গ্রামে। সে স্বপরিবারে বনগাঁ অভিমুখে যাওয়ার সময় গত কাল দুপুরে বনগাঁ থানার মনিগ্রাম পেট্রোল পাম্পে ‘পুলিশ’ লেখা অল্টো গাড়িতে পেট্রোল ভরতে এসে নগত ২৮০০০ (আঠাশ হাজার) টাকার জাল নোট সহ পুলিশের হাতে ধরা পড়ে।
জানা গেছে, অমিতের দুই দাদা সেনাবাহিনীতে ছোট ভাই কলকাতা পুলিশের হোমগার্ড, আর দুই দাদা চাষবাস ও ব্যাবসার সঙ্গে যুক্ত। একমাত্র এই অমিতই কুখ্যাত কালোবাজারী ও বহূ অপকর্মের হোতা। বিভিন্ন মহলে তার হাত থাকায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারো। তেল পাম্প কর্মীদের সহায়তায় অমিতকে বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান করেছে বলে জানা গেছে।