জেলার খবর

বাগদার হ্যেরিসন রোডে বেতনা নদীর জমির অবৈধ দখল নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা পুরাতন বাজার সংলগ্ন হ্যারিশন রোডের দু’পাশে বেতনা নদীর ধারে জায়গা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা বেশ তুঙ্গে।

জানা গেছে কিছু স্বার্থন্বেষী মানুষ কত্তৃক উক্ত সরকারী জমি দখলকে রাজনৈতিক দলের মদত বলে মনে করছে অভিজ্ঞ মহল। যদিও এর দ্বায় সরাসরি কোন দলের নেতা নিতে চায়নি।

এই অবৈধ দখল রুখতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ, সরব হয়েছিল বিজেপি কিন্তু বাস্তবে উচ্ছেদ হয়নি কেউই। নির্মানের গতি মন্থর হলেও গোপনে ঠিকই এগিয়ে চলেছে তাদের অবৈধ কার্য্যক্রম।

বাগদার ইতিহাসে দেখা গেছে অবৈধ দখলদাররা বীরদর্পে এগোতে এগোতে একেবারে রাস্তার উপর চলে এসেছে। তাতে টনক নড়েনি নেতা আমলা সহ সংশ্লিষ্ট প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *