খেলার খবর।

টি-২০ ক্রিকেটে আবারও ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে দুবাইতে।

ওমর ফারুক : পারফেক্ট টাইম রিপোর্টার,  আবারও ভারত-পাকিস্তান হচ্ছে মুখোমুখি। এবার তারা মুখোমুখি হবে দুবাইতে। শুরু হয়ে গেছে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি। গত শনিবার দল ঘোষণাও হয়েছে পাকিস্তান টিমের। অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক সাদাব খানের টি-২০ টিমে এবার থাাকছেন, মোঃ রিজওয়ান, ফকর জমন, মোঃ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন আফ্রিদি, হরিস রউফ ও হায়দার আলি। ভারতের টিমের তালিকা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে শক্তিশালী ভারতীয় টি-২০ টিমের উপর চাপ বাড়াতে চেষ্টার ত্রুটি করবে না পাকিস্তানী টিম এটা একেবারে পরিস্কার। ইতিপূর্বে পাঁচ বার টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে টিম ভারত-পাকিস্তান। প্রতি বারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তাই এবার জয় নিশ্চিত করতে বাবর আজমের উল্লেখযোগ্য ফর্মকে সম্বল করেই মরনপন চেষ্টা করবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *