উৎসবজেলার খবরসর্ম্বধনা

ট্যাগ এর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক: ৫ই জুন বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো থিয়েটার এসোসিয়েশন অফ গোবরডাঙ্গা সংক্ষেপে ট্যাগ এর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। এই দিন গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এক নম্বর প্লাটফর্মে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রসেনজিৎ কুমার মণ্ডল, আধিকারিক এডিটর অফ পাবলিকেশন, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, উপস্থিত ছিলেন শিক্ষক দীপককুমার দা, ডঃ সুনীল বিশ্বাস, ডাক্তার এন.সি. কর, পলাশ মন্ডল, নিরােশ ভৌমিক, অরিন্দম দে,

সৃঞ্জয় ঘোষ, উদয়শঙ্কর দাস, মলয় দাস আশীষকুমার ঘোষ, অলকানন্দ বসু, পাঁচুগোপাল হাজরা, অশোক পাল, বাসুদেব মুখোপাধ্যায় প্রমূখ।বিশ্ব পরিবেশ দিবস পালনের তাৎপর্য এবং পরিবেশ সচেতনতামূলক বক্তব্য রাখেন দীপক কুমার দা, ডঃ সুনীল বিশ্বাস, ডাক্তার এন.সি. কর, পলাশ মন্ডল, নীরেশ ভৌমিক,

অরিন্দম দে, সৃঞ্জয় ঘোষ অলকানন্দ বসু, পাঁচুগোপাল হাজরা, অশোক পাল, প্রমূখ।অনুষ্ঠানে গোবরডাঙ্গা স্টেশনের এক নম্বর প্লাটফর্মকে আলপনার মাধ্যমে সজ্জিত করে একদল তরুণ শিল্পীরা অনুষ্ঠানে ছিল বসে আঁকো প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ।

অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন গোবরডাঙ্গা সুর ও সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিচালনা করেন পারমিতা মন্ডল। “মেদিয়া মেঠো পথ” লোকসংগীত পরিবেশন করে, পরিচালনা করেন ইন্দ্রজিৎ নট্ট। এছাড়াও সঙ্গীত পরিবেশন করে চমক বিশ্বাস।

আবৃত্তি পরিবেশন করে বিথীকা পাল, আলোকবর্তিকা ভট্টাচার্য, নীলাদ্রি দত্ত, আয়ুষ চক্রবর্তী, বিউটি ভট্টাচার্য,অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষকে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ ভট্টাচার্য ও বিউটি ভট্টাচার্য্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *