উৎসবজেলার খবরস্বাস্থ্য

ঠাকুরনগরের চলন্তিকার রক্তদান উৎসবে রক্ত দিলেন ৬৭ জন

নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়। তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান। এই আদর্শকেই সামনে রেখে বিগত বৎসরগুলির মত এবার ও গ্রীষ্মকালীন রক্তের সংকট ঘোচাতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটার অন্যতম সামাজিক সংগঠন ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য’গণ।

গত ৩০ জুন সকালে প্রতিষ্ঠান অঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে আয়োজিত উৎসবের সূচনা করে প্রবীণ চিকিৎসক ডাঃ প্রদীপ দত্ত ও শিক্ষাব্রতী সাবিত্রী রানা। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ২৫ তম বার্ষিক রক্তদান শিবিরের উদ্বোধন করেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের জাহাজ, বন্দর ও জলপথ দফতরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বর্ষিয়ান শিক্ষক অনুপম দে সহ বহু বিশিষ্টজন। প্রতিষ্ঠানের সহ-সম্পাদক গৌর চন্দ্র বিশ্বাস ও অন্যতম সংগঠক শিক্ষক অলক মন্ডল সকলকে স্বাগত জানান। প্রতিষ্ঠানের সদস্য’গণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে রক্তের সংকট দূর করতে চলন্তিকার সদস্য’গণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।প্রতিষ্ঠান কক্ষে অনুষ্ঠিত রক্তদান শিবিরে মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন।

রক্ত সংগ্রহ করেন বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী’গণ। চলন্তিকার সদস্য’গণের আন্তরিক প্রয়াসে প্রয়াত শিক্ষিকা অঞ্জলীরানী বিশ্বাসের স্মৃতিতে আয়োজিত রক্তদান উৎসব সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *