ঠাকুরনগরের চিকন পাড়া আরপি স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসবে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : দেশভাগের পর ছিন্নমূল উদ্বাস্তুদের সন্তান সন্ততিগণের শিক্ষার নিমিও এলাকার শিক্ষাদরদী শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন ১৯৪৯ সালে ঠাকুরনগরের চিকন পাড়ায় যে শিক্ষালয়টি গড়ে তুলেছিলেন ঠাকুরনগরের ঐতিহ্যবাহী সেই চিকনপাড়া আর পি স্কুল এবছর ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে।
শিক্ষার প্রসারে দীর্ঘ পথ চলার এই ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১-৩ সেপ্টেম্বর বিদ্যালয় অঙ্গনে প্লাটিনাম জয়ন্তী উৎসবের আয়োজন করে।গত ১ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী মানুষজনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।
মধ্যাহ্নে বিদ্যালয় প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জলন করে প্লাটিনাম জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন গাইঘাটা ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কর্ণধর ভৌমিক।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্য ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়, জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ বিশ্বাস, স্থানীয় ইছাপুর ২ নং গ্রাম পঞ্চায়েত
প্রধান দীপক মন্ডল, উপ-প্রধান মনীন্দ্রনাথ দত্ত, শিক্ষানুরাগী গোকুল পাল, সাবিত্রী রানা, নিরঞ্জন হালদার, সমাজকর্মী নরোত্তম বিশ্বাস, ডাঃ প্রদীপ দত্ত, শিক্ষক গোবিন্দ দত্ত, সুভাষ রায়, ছিলেন প্রতিষ্ঠা কালের পড়ুয়া বর্ষিয়ান অনুপম দে (শিক্ষক) ও বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য সাংস্কৃতি প্রেমী তপন দত্ত প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরীলতা মধু উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা’গণ সকল বিশিষ্টজনদের উত্তরীয়, ব্যাজ, পুস্পুষ্পবক ও স্মারক উপহারে বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বিদ্যালয়ের পথ চলার এই ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে এই প্লাটিনাম জুবলী উৎসবের আয়োজনকে স্বাগত জানান এবং সেই সঙ্গে সুষ্ঠু পরিচালনা ও যথাযথভাবে শিক্ষা প্রদানের মানুষ গড়ার কারিগর শিক্ষকগণকে আরো যত্নবান ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মঞ্চে ঠাকুরনগরের রূপকার পি আর ঠাকুর ও কালজয়ী কবি বিনয় মজুমদারের প্রতিকৃতি সমবেত সকলের নজর কাড়ে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষিকা’গণের হাতে প্রোজ্জ্বলিত ৭৫ টি প্রদীপ ও মঞ্চে ৭৫ জন শিক্ষার্থীর কন্ঠে কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে পড়ুয়াগন পরিবেশিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।
৩ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা সংগীত, আবৃত্তি নৃত্য এবং ঠাকুরনগর মাইম একাডেমীর নির্দেশনায় পরিবেশিত শিক্ষামূলক মূকাভিনয় ‘গাছকাটা’ এবং কোয়েল দাসের সহযোগিতায় পড়ুয়াগণ পরিবেশিত মজার নাটক ‘রঙিন পাখি, দুষ্টু বিড়াল’ সমবেত সকলকে মুগ্ধ করে।
প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে চিকনপাড়া আরপি স্কুল আয়োজিত বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব সার্থকতা লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তপন দত্তের মুন্সিয়ানা প্রশংসা দাবি রাখে।