আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানসাহিত্য ও সংস্কৃতি।

ঠাকুরনগরের সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান গোবরডাঙ্গায়

নীরেশ ভৌমিক: গত ২৯ ডিসেম্বর মধ্যাহ্নে গোবরডাঙ্গার পৌরটাউন হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ঠাকুরনগরের সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত ১০ম বার্ষিক আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত।

উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক অনুপম সেনগুপ্ত, বিশিষ্ট শিক্ষক বাসুদেব পাল, ছিলেন স্বনামধন্য রেডিও সঞ্চালক সমাপন মিশ্র প্রমূখ।

সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার বাবুলাল সরকার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সদস্যরা সকলকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারের বরণ করে নেন।

পৌরপতি শ্রী দত্ত বাচিক শিল্প, আবৃত্তির চর্চা ও প্রসারে ঠাকুরনগরের সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্র তথা প্রশিক্ষক বাবুলাল বাবুর অসামান্য প্রয়াসকে সাধুবাদ জানান। উদ্যোক্তারা এদিন স্বনামখ্যাত শিক্ষক বাসুদেব পালকে স্মারক সম্মানে ভূষিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সৃজন এর প্রাণপুরুষ প্রশিক্ষক বাবুলাল সরকারের পরিচালনায় ছোট থেকে বড় শতাধিক প্রশিক্ষনার্থী একক ও সমবেত আবৃত্তি পরিবেশন করেন।

শিক্ষার্থী ও তাদের অভিভাবক’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সৃজন আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত এদিনের ১০ম বার্ষিক আবৃত্তি উৎসব সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *