ঠাকুরনগরে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : মতুয়া সমাজের নাগরিকত্ব নিশ্চিত করণের দাবিতে জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা শাখা সত্যাগ্রহ আন্দোলনের আয়োজন করে।

গত ১৪ সেপ্টেম্বর ঠাকুরনগর স্টেশন পার্শ্বস্থ ইন্দিরা মূর্তির পাদদেশে আয়োজিত সত্যাগ্রহ কর্মসূচীতে হাবড়া, স্বরূপনগর সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী’গণ যোগ দেন।

নবগঠিত উত্তর ২৪ পরগনা (গ্রামীণ) জেলা কংগ্রেস কমিটির নব মনোনীত সভানেত্রী ইন্দ্রানী দত্ত চ্যাটার্জীর আহ্বানে এদিনের সত্যাগ্রহ কর্মসূচীতে অংশ নেন দলের রাজ্য কমিটির সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী, জেলা কমিটির মনতোষ সাহা, মোঃ সামিন প্রমূখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জীবন, কর্ম, আদর্শ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষজনের কল্যাণে তাঁদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সেই সঙ্গে সমস্ত মতুয়াদের তপশিলি জাতির সংরক্ষণের আওতায় আনার দাবি জানান।

জেলা কংগ্রেস সভানেত্রী ইন্দ্রানী দেবী ক্ষোভের সাথে জানান, রাজনীতি করতে নয় কিছুদিন পূর্বে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিতে এসেছিলেন, সুব্রত ঠাকুর তাকে বাঁধা দেন। ঘটনাটি বড়ই দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।












