জেলার খবরবিনোদন

ঠাকুরনগরে গানে গানে সন্ধ্যা কুমুদের বর্ষামঙ্গল অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৮ সেপ্টেম্বর ঠাকুরনগরের চলন্তিকা শিক্ষা ও সামাজিক সংগঠনের অবিনাশ কাজল লতা কাঞ্জিলাল মঞ্চে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ঠাকুরনগরের অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত বর্ষা মঙ্গল উৎসব।

এদিন সন্ধ্যায় অবিনাশ কাজল লতা মঞ্চে সংস্থার কচি-কাঁচা শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘বাদল বাউল বাজায়-বাজায়’ সংগীতের মধ্য দিয়ে বর্ষার গানে গানে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা হয়।অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত ও সংস্কৃতিপ্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, মানবেন্দ্র হালদার, পার্থ প্রতিম দাস সহ শিক্ষার্থীদের অভিভাবক’গণ।

একাডেমীর প্রাণপুরুষ পার্থ ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানান। সংগীত শিক্ষার্থী সহ বিশিষ্ট সংগীত শিল্পীগণের উদাত্ত কণ্ঠে গাওয়া সংগীতে সন্ধ্যা-কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত এদিনের বৃষ্টির গানে গানে বর্ষামঙ্গল অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিনের বর্ষামঙ্গল অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা সুতপা ঘোষ, ঝর্না মন্ডল, মানবেন্দ্র হালদার, লিলি মন্ডল, শ্রেয়া সরকার, লুমি মন্ডল, সম্পূর্ণা মন্ডল, মৃদুলা হালদার ও স্নিগ্ধা দত্ত প্রমূখ।

বাজনায় শিল্পীদের সহযোগিতা করেন পার্থ ঘোষ, দুলাল গাইন, ঋষভ সরকার, লব কুণ্ডু ও অমিতাংশু সাহা প্রমুখ। কবিতা আবৃত্তি করে শোনায় শিশু শিল্পী শুভম মন্ডল।

একাডেমীর কর্ণধার পার্থ ঘোষ ও শিক্ষিকা ঘোষের সার্বিক পরিচালনায় এবং বাচিক শিল্পী সূর্যকান্ত সরকারের সঞ্চালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *