ঠাকুরনগরে গুরু নানক নার্সারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৪ এপ্রিল সাড়ম্বরে অনুষ্ঠিত হয় ঠাকুরনগরের ঐতিহ্যবাহী গুরু নানক নার্সারি এন্ড কেজি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয় পার্শ্বস্থ তালতলা মোড়ের দুর্গা মন্দিরের সুসজ্জিত মঞ্চে এদিন অপরাহ্নে আয়োজিত অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছবি দেব। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী ডঃ অনুপম দে,
শিক্ষানুরাগি কালিদাস বণিক, সুষেন মল্লিক, অসীম বর, গোবিন্দ দত্ত, সজল বাইন, নির্মল মন্ডল, রতন বিশ্বাস, প্রাক্তন শিক্ষিকা গৌরী কাঁহালী, ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইলা বাকচি, ডাঃ কৌশিক রায় প্রমূখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী ভৌমিক উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।
সহশিক্ষিকা’গণ আমন্ত্রিত অতিথিবৃন্দকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। প্রতিষ্ঠাকালের শিক্ষিকা ছবি দেব তার বক্তব্যে বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্নের ইতিবৃত্ত তুলে ধরেন। প্রধান অতিথি ডঃ দে, সহ অন্যান্য বক্তাগণ বিদ্যালয়ের পঠন-পাঠন শৃঙ্খলা এবং সেই সঙ্গে সুস্থ-সংস্কৃতি ও শরীরচর্চার ভুয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান অঙ্গনে বিগত শিশু দিবসের দিন অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণের আঁকা ছবির প্রদর্শনী উপস্থিত সকলের নজর কাড়ে। এদিন মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্টজনেরা।
সন্ধ্যায় অনুষ্ঠান প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে বিদ্যালয়ের ছোট-বড় পড়ুয়ারা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। ছিল শিক্ষার্থীদের জন্য যোগাসন প্রদর্শনী। মঞ্চস্থ হয় দু’খানি নাটক। সবকিছু মিলিয়ে বিদ্যালয়ের অনুষ্ঠানটি ছিল বেশ জমজমাট ও প্রানবন্ত।