রাজ্যসর্ম্বধনা

ঠাকুরনগরে ডেটারেন্স ডে’তে বীরমাতা ও বীর নারীদের সংবর্ধনা আসাম রেজিমেন্টের

নীরেশ ভৌমিক : ভারত সরকারের প্রতিরক্ষা দফতরের ১৬ আসাম রেজিমেন্টের উদ্যোগে ঠাকুরনগরের জাগ্রত সংঘ ক্লাব প্রাঙ্গনে গত ১৩ জানুয়ারি ডেটারেন্স-ডে পালিত হয়।

ঠাকুরনগর এক্স সার্ভিস ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এদিন সংগঠনে সদস্য’গণ সহ তাদের পরিবারের মানুষজনও উপস্থিত ছিলেন।

সংগঠনের সম্পাদক কালিদাস বনিক জানান, ১৯৮৬ সালে ঠাকুরনগরের প্রাক্তন সৈনিকদের এই সংগঠন গড়ে ওঠে। প্রতিবছর এই সংগঠন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, রাখী বন্ধন,

উৎসব ইত্যাদি পালন করে থাকে, এছাড়া অবসরপ্রাপ্ত সৈনিকদের চিকিৎসা, পেনশন ইত্যাদি বিভিন্ন সমস্যা থাকলে তা সমাধানের ব্যবস্থা করে থাকে এবং

সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজকর্মও করে থাকেন সংগঠনের সদস্যগণ। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও শিশু শিল্পী সহেলী রায়ের কন্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্যে দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

ডেটারেন্স-ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্নেল জিএস পোখোরিয়া উপস্থিত যে সমস্ত মায়েদের সন্তান এবং স্ত্রীদের স্বামী যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন সেই সমস্ত মহিলাদের হাতে উপহার তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

এছাড়া উপস্থিত সৈনিকদের হাতেও উপহার তুলে দিয়ে কর্নেল মিঃ পোখোরিয়া বলেন, আমার সৌভাগ্য যে আজ এখানে এতজন বীর নারীর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি প্রাক্তন সৈনিকদের এ ধরনের সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।

এদিনের অনুষ্ঠান অঙ্গনে উপস্থিত সকলকে আসাম রেজিমেন্টের সৈনিক’গণ কফি, পকোড়া, মিষ্টি প্রদানে আপ্যায়িত করেন। অনুষ্ঠান অঙ্গনে স্বাস্থ্য শিবির, পেশাগত সমস্যার সমাধানের শিবির ছাড়াও ছিল চিফ ক্যান্টিন।

অনুষ্ঠান প্রাঙ্গণে ড্রোন এর নজরদারি সমবেত সকলের নজর কাড়ে। ঠাকুরনগরের প্রাক্তন সৈনিক সংগঠন আয়োজিত এদিনের ডেটারেন্স-ডে’র অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *