অন্যান্য।জেলার খবর

ঠাকুরনগরে ধনলক্ষী পাগল চাঁদ মিশনের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও এলাকার দরিদ্র মানুষজনের হাতে শীতবস্ত্র কম্বল ছাড়াও শাড়ি, মশারি এবং স্কুল পড়ুয়াদের হাতে ব্যাগ তুলে দিল ঠাকুরনগরের ধনলক্ষী পাগল চাঁদ মিশন কর্তৃপক্ষ।

গত ৩০ ডিসেম্বর অপরাহ্নে ঠাকুরনগর খেলার মাঠে আয়োজিত এই বস্ত্র, মশারি ও ব্যাগ প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ চন্দ্র ঘটক, চাঁদপাড়ার ঢাকুরিয়া হাইস্কুলের সহ প্রধান শিক্ষক চম্পক সরকার, ঠাকুরনগর হাইস্কুলের প্রবীণ শিক্ষক ফিলিপ মন্ডল, শিক্ষিকা কেয়া হালদার, শিক্ষক সুজয় রায়,

দেবাশিষ দে, বিশিষ্ট শিক্ষাব্রতী সঞ্চিতা রায়, শংকর মৈত্র ও স্থানীয় শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিভারানি ঘোষ সহ মিশন এর বিশিষ্ট সদস্য-সদস্যাগণ। মিশনের প্রাণপুরুষ কলকাতা উচ্চ আদালতের প্রথিতযশা আইনজীবী লিটন মৈত্র সকলকে স্বাগত জানান।

উদ্যোক্তারা সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে দলমতের উর্ধ্বে উঠে এলাকার দরিদ্র অসহায় মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য মিশনের কর্ণধার আইনজীবী লিটন বাবু সহ মিশনের সকল সদস্য ও সেচ্ছাসেবক’গণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মিশনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিন মঞ্চ থেকে বিশিষ্টজনদের হাত দিয়ে কয়েকজন শারীরিক প্রতিবন্ধী মানুষজনের হাতে কম্বল ও মশারি তুলে দিয়ে কর্মসূচীর সূচনা করেন উদ্যোক্তারা। এরপর মাঠে উপস্থিত সহস্রাধিক দুস্থ, অসহায় মানুষজনের হাতে শাড়ি, মশারি, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে শুভেচ্ছা জানান মিশনের স্বেচ্ছাসেবক’গণ।

মিশনের অন্যতম সদস্য সুনীল বিশ্বাস, গৌরাঙ্গ ঘোষ, বরুণ বিশ্বাস, নিখিল বিশ্বাস প্রমুখ সদস্য’গণের আন্তরিক উদ্যোগে এদিনের কম্বল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শীতের মরসুমে দুস্থ ও অসহায় মানুষজন কম্বল, নতুন বস্ত্র, মশারি, ব্যাগ ইত্যাদি পেয়ে অতিশয় খুশি।

সকলেই দয়াশীল আইনজীবী লিটন মৈত্রের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং তার কল্যাণ কামনা করেন। সন্ধ্যায় আলোকোজ্জ্বল মুক্ত মঞ্চে মিশন আয়োজিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে এলাকার অগণিত সংগীত ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। ধনলক্ষী পাগল চাঁদ মিশন আয়োজিত এদিনের কম্বল, মশারি ও বস্ত্র প্রদান ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *