ঠাকুরনগরে পরশ এর প্রতিষ্ঠা দিবস উদযাপন
নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা দিবস ছিল ১৫ আগস্ট। দিনটি আবার ভারতবর্ষের স্বাধীনতা দিবস। জাতির এই ৭৮ তম স্বতন্ত্রতা দিবসেই পরশ সাংস্কৃতিক সংস্থার জন্মদিন।
স্মরণীয় এই দিনটিকে আরোও স্মরণীয় করে রাখতে পরশ সংস্থার সদস্য’গণ নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সংস্থা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা আন্দোলনের অমর শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
ছোট-বড় সকল সদস্য’গণের উপস্থিতিতে সংস্থার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর শুরু হয় সংগীত আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান, হয় মূকাভিনয়।
নানা অনুষ্ঠান ও সংস্থার সকল সদস্য’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পরশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত এদিনের স্বাধীনতা এবং সেই সঙ্গে সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের সার্থক হয়ে ওঠে।