আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅন্যান্য।কৃষি

ঠাকুরনগরে পুষ্প-কৃষি ও শিল্প মেলা

নীরেশ ভৌমিক: এলাকাবাসীর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গত ৩০ ডিসেম্বর অপরাহ্ণে ঠাকুরনগর স্টেশন পার্শ্বস্থ খেলার মাঠে মহাসমারোহে শুরু হল ২৩ তম বার্ষিক গাইঘাটা ব্লক পুষ্প, কৃষি ও শিল্প মেলা ২০২৫।

সাংসদ মমতা ঠাকুর কর্তৃক পতাকা উত্তোলন প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত মেলার শুভ সূচনা হয়। শুরুতে ঠাকুরনগর কলাভূমির নৃত্য প্রশিক্ষক কৃষ্ণ বণিকের নির্দেশনায় পরিবেশিত উদ্বোধনী নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের উচ্চসিত প্রশংসা লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, বিশ্বজিৎ দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, শিক্ষাবিদ ডঃ কৌশিক ব্রহ্মচারী, শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিভারানী ঘোষ, জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দোপাধ্যায়, শিক্ষক অনুপম দে, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস প্রমূখ।

স্বাগত ভাষণে মেলা কমিটির সভাপতি শিক্ষক গোবিন্দ চন্দ্র ঘটক উপস্থিত সকলকে স্বাগত জানান। সেইসঙ্গে সকলের সার্বিক সহযোগিতায় ১০ দিন ব্যাপী আয়োজিত মেলার সাফল্য কামনা করেন।

মেলায় বিভিন্ন ফুল গাছের কলম ও কৃষিজাত সামগ্রীর স্টল সকলের নজর কাড়ে। এছাড়াও রয়েছে বেশ কিছু মনোহারি ও বহু খাবারের স্টল। সভাপতি গোবিন্দ বাবু জানান, মেলা প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে প্রতিদিন অপরাহ্ন থেকে কৃষি সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা ও সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও রয়েছে কৃষি প্রশিক্ষণ শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেলা ও উৎসবকে ঘিরে বৃহত্তর ঠাকুরনগরবাসীর মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *