ঠাকুরনগরে মতুয়া ভক্তদের স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দিলেন ৮৫ জন
নীরেশ ভৌমিক : গ্রীষ্মের দিনের রক্তের সংকট কাটাতে বনগ্রাম জে আর ধর মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ গোপাল পোদ্দারের আহবানে সাড়া দিয়ে গত ২৪ মার্চ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ঠাকুরনগরের হরি-গুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের সদস্য’গণ।
এদিন মধ্যাহ্নে ঠাকুরনগর হাইস্কুল পার্শ্বস্থ মতুয়া ভক্ত নরোত্তম বিশ্বাসের বাসভবন সংলগ্ন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির অঙ্গনে ঠাকুরের পূজা পাঠ অন্তে রক্তদান উৎসবের সূচনা হয়। প্রথম রক্তদাতা বিদ্যুৎ দত্তকে উপস্থিত মতুয়া ভক্তজনেরা বরণ করেন ও শুভেচ্ছা জানান।
উদ্যোক্তা ও স্বেচ্ছা রক্তদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি এবং আসন্ন লোকসভা নির্বাচনে দলের বনগাঁ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি সহ-সভাপতি গোবিন্দ দাস, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, দলীয় প্রধান পাপিয়া সাহা, জয়দেব হাজরা, দলনেতা স্বপন দাস, বাচ্চু সাহা, অধীর দাস প্রমূখ।
শিবিরে আগত দলের বিশিষ্ট নেতৃবৃন্দকে স্বাগত জানান অন্যতম উদ্যোক্তা গাইঘাটার বিশিষ্ট নেতৃত্ব নরোত্তম বিশ্বাস, জয়ন্ত মৃধা, কাঞ্চন নন্দী প্রমূখ। সাংসদ পদ প্রার্থী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুপ্রেরণায় অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে ৮৫ জন তৃণমূল কর্মী ও মতুয়া ভক্ত স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিন এলাকার দুঃস্থ রোগীদের বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ছিল সমবেত মতুয়াদের নিয়ে আলোচনা সভা এবং সকলের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা। দলনেতা ও মতুয়াভক্ত নরোত্তম বিশ্বাস ও জয়ন্ত মৃধার ব্যবস্থাপনায় রক্তদাতা সহ দলীয় নেতা-কর্মী ও মতুয়া শিষ্য ও ভক্তজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের রক্তদান সহ সমগ্র কর্মসূচী সার্থকতা লাভ করে।