ঠাকুরনগরে মহা-সমারোহে শুরু হল বারুনী মেলা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রতি বছরের মত এবছরেও অগনিত মতুয়া ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হল ঠাকুরনগরের ঐতিহ্যবাহী মহাবারুনী মতুয়া মেলা – ২০২৫।

ঠাকুর নগর মতুয়া মহামেলায় ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন পরিচালিত মেডিক্যাল ক্যাম্পও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। তার জন্য মিশনের স্বনামধন্য ডাক্তার বাবুরা নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে মতুয়াদের সেবায় আত্মনিয়োগ করেছেন বলে জানা গেছে।

বিশেষ করে ডাক্তার মৃনাল সিকদার এর নেতৃত্বে সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে। স্বেচ্ছা সেবক দল সহ অসংখ্য মানুষের সর্ব্বাঙ্গীন সহযোগিতায় স্নান, মেলা ও মেডিক্যাল ক্যাম্প সফল হয়েছে।

মিশনের সাধারন সম্পাদক খোকন চন্দ্র বালা, প্রতিষ্ঠাতা সম্পাদক ডঃ সুজয় কুমার সিকদার, নারায়ন চন্দ্র বিশ্বাস মহাশয় এবং অন্যান্য আয়োজকদের ভূমিকা অনুষ্ঠানটিকে রীতিমত সমৃদ্ধ করেছে।

মিশন মেডিকেল ক্যাম্পের ১৫ জন অভিজ্ঞ ডাক্তারবাবুদের মধ্যে অন্যতম ছিলেন ডাঃ প্রণব মল্লিক, ডাঃ মৃণাল শিকদার প্রমূখ। এছাড়াও স্বেচ্ছাসেবক ও সদস্য-সদস্যাগণের সার্বিক সহযোগিতায় তিনদিন ব্যাপী যে চিকিৎসা পরিষেবা প্রদানও স্বার্থক হয়েছে বলে প্রকাশ।
( বাকী সংবাদ থাকছে ছবিতেই)















