ঠাকুরনগরে সাড়ম্বরে অনুষ্ঠিত সন্ধ্যা-কুমুদ সাংস্কৃতিক উৎসব
নীরেশ ভৌমিক : সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক কর্মশালা শেষে গত ১১ ও ১২ জানুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হল ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত- ২০২৫ বার্ষিক সাংস্কৃতিক উৎসব। ১১ জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরনগর খেলার মাঠের সুসজ্জিত মঞ্চে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন ও উদ্বোধনী সংগীত এবং নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় দু’দিন ব্যাপী আয়োজিত সন্ধ্যা কুমুদ সাংস্কৃতিক উৎসবের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ ঘটক, রঞ্জিত কুমার বণিক বিশ্বাস, এছাড়াও ছিলেন সংস্কৃতি প্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল প্রমূখ।
সন্ধ্যা কুমুদ একাডেমীর কর্ণধার পার্থ ঘোষ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠানের সদস্যা’গণ উপস্থিত বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে পার্থ ঘোষ ও তাদের প্রতিষ্ঠানের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। সদ্য প্রয়াত গীতিকার ও পুরস্কার সলিল চৌধুরীর স্মরণে দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিল্পী’গণ একক ও বৃন্দ গানে অংশগ্রহণ করেন।
এছাড়াও ছিল নৃত্যানুষ্ঠান মূকাভিনয় ও নাটকের অনুষ্ঠান। এলাকার সংগীত ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক উৎসব-২০২৫ এলাকায় বেশ সাড়া ফেলে। অনুষ্ঠান সঞ্চালনায় সাংস্কৃতিক কর্মী সূর্যকান্ত সরকারের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।